Pakistan vs United Arab Emirates: বুধবার এশিয়া কাপের (Asia Cup 2025) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে না বলে নাটক করেও শেষপর্যন্ত খেলল এবং বড় লজ্জা এড়াল পাকিস্তান।
KNOW
Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) মতো দুর্বল দলের বিরুদ্ধেও কষ্ট করে জয় পেতে হল পাকিস্তানকে (Pakistan)। বুধবার অনেক নাটকের পর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এশিয়া কাপের গ্রুপ এ-র ম্যাচে খেলতে নেমে ৪১ রানে জয় পেল পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরের যোগ্যতা অর্জন করল পাকিস্তান। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে ভারতীয় দল। নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ওমানের (Oman) মুখোমুখি হবে ভারতীয় দল। এরপর সুপার ফোরের লড়াই শুরু হবে। ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হবে।
ফকর জামানের অর্ধশতরান
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ম্যাচের পঞ্চম বলেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান ওপেনার সায়েম আয়ুব (Saim Ayub)। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় ওভারে স্কোরবোর্ডে ৯ রান যোগ হওয়ার পর দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। অপর ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ৫ রান করে আউট হয়ে যান। এরপর ৩৬ বলে ৫০ রান করেন ফকর জামান (Fakhar Zaman)। অধিনায়ক সলমন আগা (Salman Agha) করেন ২০ রান। মহম্মদ হ্যারিস (Mohammad Haris) করেন ১৮ রান। ১৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।
রাহুল চোপড়ার লড়াই
সংযুক্ত আরব আমিরশাহি ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে গেল। সর্বাধিক ৩৫ রান করেন রাহুল চোপড়া। ধ্রুব পরাশর করেন ২০ রান। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন আফ্রিদি। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন হ্যারিস রউফ (Haris Rauf)। ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আব্রার আহমেদ (Abrar Ahmed)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


