
Asia Cup 2025: ফের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মুখ পোড়াল পাকিস্তান। সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে পরিচিত এই দেশের যে আসলে কোনও ক্ষমতাই নেই, সেটা ফের প্রমাণ হয়ে গেল। বুধবার এশিয়া কাপে গ্রুপ এ-তে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (Pakistan vs United Arab Emirates) খেলছে পাকিস্তান। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত আটটায়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) নাটকের জেরে এক ঘণ্টা দেরিতে শুরু হল ম্যাচ। পাকিস্তানের ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ে হোটেল ছেড়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের (Dubai International Cricket Stadium) উদ্দেশে রওনা হননি। ফলে অনেকে বলতে শুরু করেন, এই ম্যাচ বয়কট করছে পাকিস্তান। কিন্তু শেষপর্যন্ত স্টেডিয়ামে পৌঁছে খেলতে নেমে পড়লেন পাকিস্তানি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড হঁশিয়ারি দিয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) সরিয়ে দেওয়া না হলে চলতি এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়া হবে। কিন্তু এই হুঁশিয়ারির পরেও আইসিসি (ICC) স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফটকে সরানো হবে না। এই পরিস্থিতিতে দীর্ঘ আলোচনা, নাটকের পর স্টেডিয়ামে পৌঁছে খেলতে নেমে পড়ল পাকিস্তান দল। এদিন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha) এবং সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) যখন টস করতে নামেন, তখন তাঁদের সঙ্গে ছিলেন পাইক্রফট। তিনি দাপটের সঙ্গে মাঠে নামলেন। যা দেখে লজ্জায় মুখ লুকোতে হল পাকিস্তানিদের।
এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে পিসিবি-র ১ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলারের ক্ষতি হত। দেউলিয়া হয়ে যাওয়া পিসিবি-র পক্ষে এই ক্ষতি মেনে নেওয়া সম্ভব নয়। এই কারণেই বয়কটের হুঁশিয়ারি দেওয়ার পরেও লেজ গুটিয়ে খেলতে নেমে পড়ল পাকিস্তান দল। ক্রিকেট দুনিয়ায় তাদের নিয়ে হাসাহাসি চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।