Asia Cup 2025: ভারত-পাক ফাইনালের আগে মুখ খুললেন পাকিস্তান দলের কোচ, কী জানালেন তিনি?

Published : Sep 27, 2025, 10:03 PM IST
Asia Cup 2025 Final India vs Pakistan

সংক্ষিপ্ত

Asia Cup 2025: তবে ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের আচরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রবিবার, ফের একবার মহারণ। আর তার ঠিক আগে, পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন ঠিক কী জানালেন?

Asia Cup 2025: চলতি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। পরিসংখ্যান বলছে, ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। গ্রুপ পর্ব এবং সুপার ফোরের লড়াইতে, টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে পাক ক্রিকেট দল। 

মুখ খুলেছেন পাক দলের কোচ

তবে ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের আচরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রবিবার, ফের একবার মহারণ। আর তার ঠিক আগে, পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন ঠিক কী জানালেন? 

পাকিস্তান কোচের মতে, “ক্রিকেটারদের প্রতি আমার একটাই বার্তা থাকবে। আমাদের শুধু ক্রিকেটে মন দিতে হবে। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে সবসময় আবেগ কাজ করে। তাই ক্রিকেটারদের অবশ্যই উচিৎ, আবেগকে নিয়ন্ত্রণ করা। তাই আমাদের ক্রিকেটের মধ্যেই থাকতে হবে। প্রতিপক্ষকে চাপে রাখতে হবে। টুর্নামেন্টের ফাইনালে, ভারতকে চাপে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"

 

 

৩০% জরিমানা?

ভারতের বিরুদ্ধে ম্যাচে 'আপত্তিকর শব্দ' ব্যবহার করার জেরে হ্যারিস রাউফকে ৩০% জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে, সাহিবজাদা ফারহানকেও সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, হাফ সেঞ্চুরির পর, ফারহান ব্যাটটিকে বন্দুকের মতো ধরে উদযাপন করেন। পরে আবার রাউফ, ভারতের অভিষেক শর্মা ও শুভমান গিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ক্রিকেট মাঠে অনুপযুক্ত শব্দ ব্যবহারের জন্য রাউফকে ৩০% জরিমানা করা হয়েছে।

তবে ফাইনাল ম্যাচের আগে পাক কোচের ব্যাখ্যা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, ক্রিকেটারদের উচিৎ শুধু ক্রিকেটে মন দেওয়া। আবেগকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তিনি। তারা চাইছেন, ভারতকে চাপে রাখতে। এমনকি, ফাইনালে অন্য পাকিস্তানকে দেখা যাবে বলেও আশা করেন তিনি।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা