India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে উত্তেজনা থাকলেও, মাঠের লড়াই ছিল নেহাতই একপেশে। ভারতের আক্রমণের সামনে বেসামাল হয়ে পড়ল পাকিস্তান। অনায়াস জয় পেল ভারতীয় দল।
KNOW
Asia Cup 2025: দেশের মানুষের একাংশের দাবি মেনে ভারতীয় দল (India vs Pakistan) রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলেই খুশি হত পাকিস্তান শিবির। কিন্তু বিসিসিআই (BCCI) এই ম্যাচ বয়কট করেনি। এতেই পাকিস্তানের কপাল পুড়ল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) গ্রুপ এ-র এই ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। ম্যাচ জেতার জন্য ভারতীয় ক্রিকেটারদের বেশি ঘাম ঝরাতে হল না। যে কোনও দুর্বল দলের বিরুদ্ধে শক্তিশালী দল যেভাবে খেলে, পাকিস্তানের বিরুদ্ধে ঠিক সেভাবেই খেলল ভারতীয় দল। ম্যাচের প্রথম বৈধ বলেই উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই ধাক্কা সামলাতে না পেরে ৯ উইকেটে ১২৭ রানেই আটকে যায় পাকিস্তান। ১২৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া ভারতের ব্যাটারদের পক্ষে মোটেই কঠিন ছিল না। ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীয় দল।
ভারতের জয়ের নায়ক কুলদীপ
এই ম্যাচে পাকিস্তান যে ১০০ রানে পৌঁছতে পারবে, সে বিষয়েই একসময় সংশয় তৈরি হয়েছিল। প্রথম বলেই উইকেট হারানোর পর দ্বিতীয় ওভারে ফের উইকেট হারায় পাকিস্তান। এবার আঘাত হানেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৬ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা লড়াই করলেও, বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ওপেনার সাহিবজদা ফারহানের (Sahibzada Farhan) ৪৪ বলে ৪০ এবং শাহিন আফ্রিদির (Shaheen Afridi) ১৬ বলে অপরাজিত ৩৩ ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ফকর জামান (Fakhar Zaman) করেন ১৭ রান। ভারতীয় দলের হয়ে ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক।
ফের ম্যাচের সেরা কুলদীপ
পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কুলদীপ। সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধেও নায়ক হয়ে গেলেন এই স্পিনার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


