ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ: বিশ্রাম নিচ্ছেন না, জোড়া ম্যাচেই খেলবেন জসপ্রীত বুমরা

Published : Sep 25, 2025, 03:51 PM ISTUpdated : Sep 25, 2025, 04:05 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

India vs West Indies Test Series: ২ অক্টোবর শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বৃহস্পতিবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলে খুব বেশি চমক নেই।

DID YOU KNOW ?
খেলবেন জসপ্রীত বুমরা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে জোড়া ম্যাচেই খেলবেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা।

Jasprit Bumrah Workload Management: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে (India vs West Indies Test Series) দুই ম্যাচেই খেলবেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বৃহস্পতিবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করার পর এই ঘোষণা করেছেন বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। তিনি জানিয়েছেন, ‘দুই ম্যাচের জন্যই এই দল ঘোষণা করা হয়েছে। ফলে বুমরা দুই ম্যাচেই খেলবে। আমাদের দলের ক্রিকেটাররা যথেষ্ট বিশ্রাম পেয়েছে। ও ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England Test Series) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলেননি। ফলে ও পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। এশিয়া কাপেও (Asia Cup 2025) গত সপ্তাহে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বুমরা তৈরি। ও দুই ম্যাচেই খেলবে।’

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কড়া বার্তা

ইংল্যান্ড সফরের (India Tour of England, 2025) পরেই বিসিসিআই (BCCI) বার্তা দিয়েছিল, ক্রিকেটাররা আর যখন ইচ্ছা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে বিশ্রাম নিতে পারবেন না। টিম ম্যানেজমেন্ট যখনই খেলার নির্দেশ দেবে তখনই খেলতে হবে। বাছাই করে ম্যাচ খেলা চলবে না। বুমরার জন্যই এই বার্তা দিয়েছে বিসিসিআই। চলতি এশিয়া কাপে গ্রুপ এ-তে ওমানের (Oman) বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়া হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুই ম্যাচেই খেলানো হবে।

খেলোয়াড়ের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিসিআই

বুমরার ফিটনেস প্রসঙ্গে আগরকর আরও বলেছেন, ‘কোনও খেলোয়াড়ের ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সাধারণত ফিজিও, ট্রেনার, কোচের সঙ্গে আলোচনা করা হয়। আমরা অবশ্যই চাই বুমরা সেরা অবস্থায় থাকুক। কিন্তু দল সবার আগে। দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে। ও একজন অসাধারণ বোলার। ফলে আমরা চাই ও যত বেশি সম্ভব ম্যাচ খেলুক। তবে ভবিষ্যতে অনেক বড় টুর্নামেন্ট আসছে। ফলে ওর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে ২ ম্যাচ হবে।
২ অক্টোবর শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এই সিরিজে জোড়া টেস্ট ম্যাচ হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?
IPL 2026: আসন্ন আইপিএল-এর আগে ইতিহাস কী বলছে? রানের নিরিখে কিং কোহলির পরেই বাকিরা