Asia Cup 2025: এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত এবারও ফাইনালে পৌঁছে গেল। এবার ফাইনালে বাংলাদেশ (Bangladesh) বা পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হবে ভারতীয় দল। প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হতে পারে।
KNOW
India vs Bangladesh: এশিয়া কাপে (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এই ম্যাচে হারের পরেও অবশ্য বাংলাদেশের ফাইনালে পৌঁছনোর আশা রয়েছে। সুপার ফোরে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে যে দল জয় পাবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তবে এখনও পর্যন্ত এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হয়নি। এবার সেই সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়ায় ফাইনালে পৌঁছনোর লড়াই থেকে ছিটকে গেল এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা (Sri Lanka)। সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ (India vs Sri Lanka) ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়ল।
৪১ রানে জয় ভারতের
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৬ উইকেটে ১৬৮ রান করে। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ফলে ৪১ রানে জয় পেল ভারত।
জয়ের নায়ক অভিষেক-কুলদীপ
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ওপেন করতে নেমে ফের ঝোড়ো ব্যাটিং করলেন এই টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৩৭ বলে ৭৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার শুবমান গিল (Shubman Gill) ১৯ বলে ২৯ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২৯ বলে ৩৮ রান করেন। এরপর বোলিংয়ে সেরা পারফরম্যান্স দেখান কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ৩ বল করে ১ রান দিয়ে ১ উইকেট নেন তিলক ভার্মা (Tilak Varma)।
বিফলে সইফ হাসানের লড়াই
বাংলাদেশের হয়ে মাত্র দু'জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৬৯ রান করেন ওপেনার সইফ হাসান (Saif Hassan)। তাঁর ৫১ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে ২১ রান করেন পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


