India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের আগে হাস্যকর দাবি করে বসলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson)। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট দুনিয়ায় হাসির রোল।

DID YOU
KNOW
?
৮ বারের চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত। এখনও পর্যন্ত ৮ বার এই টুর্নামেন্ট জিতেছে ভারতীয় দল।

Asia Cup 2025: পাকিস্তানের (Pakistan) বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) বিশ্বের সেরা স্পিনার! রবিবার এশিয়া কাপে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচের আগে এমনই হাস্যকর দাবি করে বসলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson)। ভারতীয় দলে কুলদীপ যাদব (Mike Hesson), অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো স্পিনার আছেন। এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তিন স্পিনার। তাঁদের পারফরম্যান্স দেখে পাকিস্তানের উপর চাপ বেড়ে গিয়েছে। এই কারণেই পাল্টা ভারতীয় দলের উপর চাপ তৈরি করার চেষ্টা করলেন হেসন। তবে তাতে কোনও লাভ হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল।

কেমন পারফরম্যান্স নওয়াজের?

২০১৬ সালে পাকিস্তানের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান নওয়াজ। এই স্পিনার এখনও পর্যন্ত ৬টি টেস্ট, ৩৭টি ওডিআই এবং ৬০টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১৬, ওডিআই-তে ৪২ এবং টি-২০ ফর্ম্যাটে ৫০ উইকেট নিয়েছেন নওয়াজ। এরকম একজন স্পিনার সম্পর্কে হেসন বলেছেন, ‘আমাদের দলের সৌন্দর্য হল, আমাদের পাঁচ জন স্পিনার আছে। আমাদের মহম্মদ নওয়াজ আছে। ও এখন বিশ্বের সেরা স্পিন বোলার। ও গত ছয় মাসে তেমনই পারফরম্যান্স দেখিয়েছে। ও দলে ফেরার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে।’

হেসনের দাবি ভিত্তিহীন

হেসন যতই নওয়াজকে বিশ্বের সেরা স্পিন বোলার বলে দাবি করুন না কেন, তাঁর এই দাবি যে বাস্তবসম্মত নয়, তা পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৩০ নম্বরে নওয়াজ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে টি-২০ ফর্ম্যাটে তৃতীয় সর্বাধিক উইকেট নিয়েছেন। পাকিস্তানের স্পিনারদের মধ্যে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৫ নম্বরে আছেন সুফিয়ান মুকিম (Sufiyan Muqeem)। সেরা তিন বোলারের মধ্যে আছেন বরুণ। যাঁর চেয়ে নওয়াজকে এগিয়ে রাখছেন হেসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।