
Asia Cup 2025: রবিবার এবারের এশিয়া কাপের সুপার সানডে। ফাইনাল ম্যাচ। কিন্তু তার আগে শুক্রবার সুপার ম্যাচ দেখা গেল। গতবার এশিয়া কাপের ফাইনালিস্ট দুই দল ভারত ও শ্রীলঙ্কার (India vs Sri Lanka) লড়াই অত্যন্ত উত্তেজক, রোমহর্ষক হয়ে উঠল। হাই-স্কোরিং ম্যাচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়াল সুপার ওভারে। সেখানে বাজিমাত করল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ভালো বোলিং করতে না পারলেও, সুপার ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে নায়ক হয়ে উঠলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অন্যদিকে, শতরান করেও ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন শ্রীলঙ্কার ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka)। এই টুর্নামেন্টে ফাইনালের আগে পর্যন্ত সব ম্যাচেই জয় পেল ভারতীয় দল। অন্যদিকে, গ্রুপে তিন ম্যাচে জয় পাওয়ার পর সুপার ফোর পর্যায়ে তিন ম্যাচেই হেরে বিদায় নিল শ্রীলঙ্কা।
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০২ রান করে ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ৩১ বলে ৬১ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। সঞ্জু স্যামসন (Sanju Samson) ২৩ বলে ৩৯ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে। নিশাঙ্ক ৫৮ বলে ১০৭ রান করেন। কুশল পেরেরা (Kusal Perera) ৩২ বলে ৫৮ রান করেন। দাসুন শনাকা (Dasun Shanaka) ১১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। ভারতের হয়ে বোলিং করতে যান আর্শদীপ। তিনি প্রথম বলেই কুশলকে আউট করে দেন। দ্বিতীয় বলে হয় এক রান। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বল ওয়াইড হয়। পরের বলে রান হয়নি। পঞ্চম বলে শনাকাকে আউট করে দেন আর্শদীপ। ফলে ভারতীয় দলের টার্গেট হয় তিন রান। ওয়ানিন্দু হাসারঙ্গার (Wanindu Hasaranga) প্রথম বলেই তিন রান নিয়ে ভারতকে জেতান অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।