Asia Cup 2025: শুরু হতে চলেছে এশিয়া কাপের আসর। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল (indian squad asia cup 2025) পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। চলছে অনুশীলন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মেগা ক্রিকেট টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে (asia cup 2025 schedule)।
দুবাই পৌঁছে আইসিসি-র ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের প্রথম একাদশ ঠিক কেমন হবে? সেটার একটি ইঙ্গিত যেন অনুশীলনেই দিয়ে রাখলেন হেডকোচ গৌতম গম্ভীর। শনিবারের অনুশীলনে দেখা গেল, অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেন করতে নামছেন। এরপর তিন নম্বরে আসছেন তিলক ভার্মা, চার নম্বরে এলেন অধিনায়ক সূর্য এবং পাঁচ নম্বরে রিঙ্কু সিং।
তারপর আসেন হার্দিক এবং শিবম দুবে। এই কম্বিনেশনে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তারা। অনুশীলনে কিন্তু দেখা গেল, ব্যাটাররা প্রত্যেকে বেশ বড় বড় শট মারার চেষ্টা করছেন এদিন। রীতিমতো ভালো ব্যাট করলেন অভিষেক। একের পর এক ছয় মারতে শুরু করেন তিনি। এমনকি, শুভমানও বেশ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে নেটে। সুতরাং, নেট প্র্যাকটিস থেকে একটি বিষয় স্পষ্ট যে, এশিয়া কাপের শুরু থেকেই অ্যাটাকিং মোডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
এদিন অনুশীলনের মাঝেই হটাৎ দেখা যায়, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমানের সঙ্গে আলোচনায় ব্যস্ত কোচ গৌতম গম্ভীর। দেখে মনে হচ্ছিল যেন, প্রথম একাদশ নিয়েই তাদের মধ্যে আলোচনা চলছে।
তবে অনুশীলন দেখে একটি বিষয় স্পষ্ট যে, অভিষেক এবং শুভমান দলের হয়ে ওপেন করতে নামবেন। শুধু তাই নয়, নেটে ব্যাট করার পর আবার আলাদা করে রিঙ্কু সিংকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করাতে শুরু করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। বোলিং বিভাগে ভরসার জায়গা যশপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। অনেকটা সময় ধরে নেটে তারা বল করেন। তাছাড়া স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবও অনুশীলন করেন শনিবার। এছাড়া হার্দিক এবং শিবম তো আছেনই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।