
Asia Cup 2025: প্রথম ম্যাচে দুর্বল হংকংয়ের (Hong Kong) বিরুদ্ধে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের জারিজুরি খতম। শনিবার আবু ধাবির (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka)। ফলে এই গ্রুপের লড়াই জমে গেল। তবে সুপার ফোরের যোগ্যতা অর্জনের লড়াইয়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ। ১ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে আফগানিস্তান (Afghanistan)। ১ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেলেও, নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ ম্যাচ খেলে পয়েন্ট পায়নি গ্রুপে চতুর্থ স্থানে থাকা হংকং। ফলে এই গ্রুপ থেকে সুপার ফোরের লড়াইয়ে সুবিধাজনক জায়গায় আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা (Charith Asalanka)। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়। প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান (Tanzid Hasan)। এরপর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান অপর ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon)। বাংলাদেশের দুই ওপেনারই শূন্য রানে ফিরে যান। এরপর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das)। তিনি ২৬ বলে ২৮ রান করেন। তাওহিদ হৃদয় (Towhid Hridoy) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ৯ বলে ৮ রান করেন। মাহেদি হাসান (Mahedi Hasan) ৭ বলে ৯ রান করেন। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই পরিস্থিতিতে লড়াই করে বাংলাদেশকে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন জাকের আলি (Jaker Ali) ও শামিম হোসেন (Shamim Hossain)। ৩৪ বলে ৪১ রান করেন জাকের। ৩৪ বলে ৪২ রান করেন শামিম। ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে ভালো পারফরম্যান্স দেখান শ্রীলঙ্কার ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka)। অপর ওপেনার কুশল মেন্ডিস (Kusal Mendis) অবশ্য ৬ বল খেলে ৩ রান করেই আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখান কামিল মিশ্র (Kamil Mishara)। তিনি ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। ১৪.৪ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।