
BCCI President: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) কি পরবর্তী বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে? পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (Punjab Cricket Association) সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও নতুন সভাপতি নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। তবে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রার্থী হতে পারেন হরভজন। তাঁর বিপরীতে অন্য কোনও রাজ্য সংস্থা মনোনীত প্রার্থী থাকলে নির্বাচন হবে। তবে কোনও রাজ্য সংস্থা যদি কাউকে প্রার্থী না করে, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন বিসিসিআই সভাপতি হতে পারেন হরভজন। যদিও সেই সম্ভাবনা কম। নতুন বিসিসিআই সভাপতি বাছাই করার জন্য ভোটাভুটি হতে পারে। সেক্ষেত্রে বেশিরভাগ রাজ্য সংস্থার প্রতিনিধিদের সমর্থন পেলে তবেই নতুন সভাপতি হবেন হরভজন।
সম্প্রতি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) জানিয়ে দিয়েছেন, তিনি বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে নেই। তাঁকে নিয়ে জল্পনা তৈরি হওয়ায় সচিন জানিয়েছেন, তিনি ক্রিকেট প্রশাসনে আসতে চান না। তবে একসময় ভারতীয় দলে (Indian Cricket Team) সচিন ও হরভজনের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ফের বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে থাকতে পারেন। রজার বিনি (Roger Binny) বিসিসিআই সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন সৌরভ। তাঁকে ফের মনোনীত করতে পারে সিএবি (Cricket Association of Bengal)। ফলে হরভজনের সঙ্গে তাঁর প্রিয় অধিনায়ক সৌরভের লড়াই দেখা যেতে পারে।
বিসিসিআই-এর নির্বাচনী আধিকারিক এ কে জ্যোতি (AK Joti) জানিয়েছেন, ২০ ও ২১ সেপ্টেম্বর বিভিন্ন পদের জন্য মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেদিনই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও ফল জানা যাবে। ফলে কে নতুন বিসিসিআই সভাপতি হচ্ছেন, তা জানার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।