India vs Bangladesh: সুপার ফোরে পর পর ২ ম্যাচ জিতে ফাইনালে জায়গা আগেই পাকা করে ফেলেছে রোহিত অ্যান্ড কোং। আজ শুক্রবার প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত।
India vs Bangladesh: সুপার ফোরে পর পর ২ ম্যাচ জিতে ফাইনালে জায়গা আগেই পাকা করে ফেলেছে রোহিত অ্যান্ড কোং। আজ শুক্রবার প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে কিছু সিনিয়র ক্রিকেটারদের। ফলে জুনিয়রদের সামনে বিশ্বকাপের আগে একটা সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করার। ব্যাটিং এবং বোলিং বিভাগে একাধিক পরিবর্তন করা হতে পারে।
ব্যাটিংয়ে যে যে পরিবর্তন হত পারে
প্রথমত রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়ররা আজ বিশ্রাম নিতে পারেন। সে ক্ষেত্রে ওপেনিং স্লটে শুবমান গিলের সঙ্গে ফিরতে পারেন ঈশান কিশন। মিডল অর্ডারে দুই ম্যাচে ভালোই খেলেছেন ঈশান। তবে তাঁর পছন্দের জায়গা ওপেনিং। একই সঙ্গে বিরাটের জায়গায় তিন নম্বরে উঠে আসতে পারেন লোকেশ রাহুল। ২ ম্যাচে অসাধারণ ফর্মে ব্যাটিং করেছেন রাহুল। মিডল অর্ডার শক্তপোক্ত করতে দেখে নেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। রোহিত না খেললে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। দলে ঢুকতে পারেন বাঁ হাতি ব্যাটসম্যান তিলক বর্মাও। ফলে ব্যাটিং অর্ডার হতে পারে - শুবমান, ঈশান, রাহুল, সূর্যকুমার, হার্দিক।
অলরাউন্ডার
হার্দিক তো আছেনই। সঙ্গে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেলও আছেন। শ্রীলঙ্কার উইকেটে স্পিনাররা অতিরিক্ত সাহায্য পাচ্ছেন ফলে তিন স্পিনার নিয়ে খেললে জাডেজার সঙ্গে অক্ষরকে দেখা যেতে পারে।
বোলিং
সদ্য চোট সারিয়ে দলে ফিরেছেন বুমরা। ভালো ফর্মে যে আছেন তা দেখিয়েছেন গত ২ ম্যাচে। এই ম্যাচে তাঁকে বসিয়ে সামিকে খেলানো হতে পারে। সিরাজের জায়গায় খেলতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণও। তবে কুলদীপ স্পিনার হিসাবে দলে অটোম্যাটিক চয়েস হিসাবে থাকবেন। গত ২ ম্যাচে ৯ উইকেট নিয়ে ফেলেছেন কুলদীপ। ফলে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন।
ভারতের একাদশ হতে পারে এ রকম - শুবমান, ঈশান, রাহুল, সূর্যকুমার, তিলক, হার্দিক, জাডেজা, অক্ষর, শামি, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ