Asian Games 2023: শিবম মাভির পরিবর্তে এশিয়ান গেমসে ভারতীয় দলে বাংলার আকাশ দীপ

এশিয়ান গেমসের জন্য ভারতের পুরুষ ও মহিলা দল আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। তবে শনিবার পুরুষ ও মহিলাদের দলে বদল আনার কথা ঘোষণা করল বিসিসিআই।

এশিয়ান গেমসে ভারতের পুরুষদের ক্রিকেট দলে পেসার শিবম মাভির পরিবর্তে জায়গা পেলেন বাংলার রঞ্জি ট্রফি দলের পেসার আকাশ দীপ। কোমরে চোট পেয়েছেন শিবম। তাঁর পক্ষে এশিয়ান গেমসে খেলা সম্ভব হবে না। সেই কারণেই আকাশ দীপকে দলে নেওয়া হল। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। ৮ অক্টোবর ফাইনাল। ভারতীয় দল সোনা জয়ের আশাই করছে। ওডিআই বিশ্বকাপের জন্য প্রথম সারির ক্রিকেটারদের এশিয়ান গেমসের দলে রাখা হয়নি। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই এশিয়ান গেমসের দল গঠন করা হয়েছে। শিবম চোটের জন্য এশিয়ান গেমস থেকে ছিটকে যাওয়ার পর এখন ভারতের পুরুষদের দলে আছেন- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার) ও আকাশ দীপ। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শনকে।

এশিয়ান গেমসে পুরুষদের দলের মতোই মহিলাদের ক্রিকেট দলেও বদল আনতে বাধ্য হয়েছে বিসিসিআই। অঞ্জলি সর্বাণীর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পূজা বস্ত্রকর। বাঁ হাতি পেসার সর্বাণী হাঁটুতে চোট পেয়েছেন। তাঁর পক্ষে এশিয়ান গেমসে খেলা সম্ভব হবে না। মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা। এর মধ্যে ফিট হয়ে উঠতে পারবেন না সর্বাণী। সেই কারণেই তাঁর পরিবর্তে স্ট্যান্ডবাই তালিকায় থাকা পূজাকে দলে নেওয়ার কথা ঘোষণা করলেন নির্বাচকরা। 

Latest Videos

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। সব খেলাই হবে চিনের হাংঝাউয়ের ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনলজির পিংফেং ক্রিকেট ফিল্ডে।

এশিয়ান গেমসে ভারতের মহিলাদের ক্রিকেট দলে আছেন- হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোত কউর, দেবিকা বৈদ্য, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কমিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুশা বারেদ্দি ও পূজা বস্ত্রকর। স্ট্যান্ডবাই হিসেবে আছেন- হারলিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা ও সাইকা ইশাক।

এর আগে ২০১৪ সালের এশিয়ান গেমসে দল পাঠায়নি বিসিসিআই। তবে এবারের এশিয়ান গেমসে দল পাঠানো হচ্ছে। পুরুষ ও মহিলা বিভাগে সাফল্যের আশায় ক্রিকেট মহল।

আরও পড়ুন-

Asia Cup Final: সরকারিভাবে এশিয়া কাপ ফাইনাল থেকে ছিটকে গেলেন অক্ষর, বদলি ওয়াশিংটন

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির বাইকে সওয়ার, অভিভূত ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের উদযাপন, সুইমিং পুলে নাচ বিরাট-রোহিতের

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন