Asian Games 2023: দেখুন ভিডিও, টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান নেপালের দীপেন্দ্র সিংয়ের

ক্রিকেটে ক্রমশঃ উন্নতি করছে নেপাল। প্রথমবার এশিয়া কাপের যোগ্যতা অর্জন করার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নেপালের ক্রিকেটাররা। তাঁরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

পাড়ার ক্রিকেটেও এরকম রেকর্ড সচরাচর হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই অনায়াসে করে দেখালেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম যে ৯টি বল খেলেন দীপেন্দ্র, তার মধ্যেই তিনি অর্ধশতরান পূর্ণ করে ফেলেন। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়লেন নেপালের এই ব্যাটার। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ সিং। তিনি স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন দীপেন্দ্র। তিনি ১০ বল খেলে ৫২ রান করে অপরাজিত থাকেন। মোট ৮টি ছক্কা মারেন নেপালের এই ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ৫২০।

মঙ্গোলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে আরও একটি বিশ্বরেকর্ড হয়েছে। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার কুশল মাল্লা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫০ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন কুশল। তাঁর ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৮টি বাউন্ডারি। ১৯ বছরের এই ব্যাটার ৩৪ বলে শতরান পূর্ণ করেন। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড ছিল রোহিত শর্মা ও ডেভিড মিলারের দখলে। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দিলেন কুশল।

Latest Videos

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মঙ্গোলিয়ার অধিনায়ক লাভসানজানডুই এর্ডেনেবুলগ্যান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল। ওপেনার কুশল ভূর্তেল (১৯) ও আসিফ শেখ (১৬) বড় রান পাননি। তবে কুশল, দীপেন্দ্র এবং অধিনায়ক রোহিত পোড়েলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে বিশাল স্কোর করে নেপাল। রোহিত ২৭ বলে ৬১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ২টি বাউন্ডারি।

৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মঙ্গোলিয়ার জয়ের আশা ছিল না। নেপালের বোলারদের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না মঙ্গোলিয়ার ব্যাটাররা। ১৩.১ ওভারে ৪১ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। মাত্র ১ জন ব্যাটারই ২ অঙ্কের রান করেন। ০ রানে আউট হয়ে যান ৫ জন ব্যাটার। ৩ জন করেন ১ রান। অতিরিক্ত ২৩ রান না হলে ৪১ রানও করতে পারত না মঙ্গোলিয়া। ২৭৩ রানে জয় পেল নেপাল। ১ রান দিয়ে ২ উইকেট নেন করণ কে সি। ২ রান দিয়ে ২ উইকেট নেন অবিনাশ বোহারা। ৭ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ ল্যামিছানে। ২ রান দিয়ে ১ উইকেট নেন দীপেন্দ্র। ০ রানে ১ উইকেট নেন ভূর্তেল। ৬ রান দিয়ে ১ উইকেট নেন সোমপাল কামি।

আরও পড়ুন-

ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ খেলতে আসার জন্য ভিসা পেল পাকিস্তান, আফগানিস্তান

Asian Games : 'আমরা এখানে সোনা জিততেই এসেছিলাম', সোনা জিতে বললেন হরমনপ্রীত কউর

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury