অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট ম্যাচেও ব্যর্থ, আর কত সুযোগ পাবেন রাহুল?

Published : Nov 07, 2024, 02:40 PM ISTUpdated : Nov 07, 2024, 02:54 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ভারতীয় এ দলের অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজ চলছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলছেন কে এল রাহুল।

ধ্রুব জুরেল পারলেন, কে এল রাহুল পারলেন না। বর্ডার-গাভাসকর ট্রফির আগে যাতে অস্ট্রেলিয়ার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন এই দুই উইকেটকিপার-ব্যাটার, তার জন্যই তাঁদের ভারতীয় এ দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হয়েছে ভারতীয় এ দল বনাম অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় এ দল। ওপেনার রাহুল ৪ বলে ৪ রান করেই স্কট বোল্যান্ডের বোলিংয়ে জিমি পিরসনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। অবশ্য শুধু রাহুলই নন, ভারতীয় এ দলের বেশিরভাগ ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। সেরা পারফরম্যান্স জুরেলের। এই উইকেটকিপার-ব্যাটার যখন ক্রিজে যান, সেই সময় ১১ রানে ৪ উইকেট খুইয়ে বিপাকে ভারতীয় এ দল। সেই পরিস্থিতিতে দেবদত্ত পাড়িক্কলকে (২৬) নিয়ে লড়াই শুরু করেন জুরেল। তিনি ১৮৬ বলে ৮০ রান করেন। কিছুটা সঙ্গ দেন নীতীশ রেড্ডি (১৬) ও প্রসিদ্ধ কৃষ্ণ (১৪)। ৫৭.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় এ দল।

জুরেলের অসাধারণ লড়াই

২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অনিশ্চিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্ত হিসেবে কে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন, সেটা নিয়ে এখন ভাবনা-চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে ব্যর্থ হলেন রাহুল। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৩ বল খেলে রান করার আগেই আউট হয়ে গেলেন। টিম ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছে জুরেলের লড়াই। শুবমান গিলকে যদি ওপেনার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে মিডল অর্ডারে ভারতীয় দলের ভরসা হতে পারেন জুরেল।

টেস্ট ম্যাচে সুযোগ পাবেন রাহুল?

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রাহুল। এবার অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট ম্যাচেও ব্যর্থ হলেন এই তারকা ব্যাটার। ফলে তাঁর টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাওয়া কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, রঞ্জি ট্রফিতে অনন্য রেকর্ড জলজ সাক্সেনার

'থালা ফর আ রিজন,' ডোনাল্ড ট্রাম্প জয় পেতেই কেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা?

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের কি এখনই অবসরের কথা ভাবা উচিত?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে