সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দল ও চেন্নাই সুপার কিসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেখানে হাত দেন সেখানেই সোনা ফলান। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিরাও সাফল্য পান। যেমন সাফল্য পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ কঠিন পরিস্থিতিতে মস্তিষ্ক খাটিয়ে ভারতীয় দল, চেন্নাই সুপার কিংসকে অনেক ম্যাচ জিতিয়েছেন। এবার কি ডোনাল্ড ট্রাম্পকেও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি? বুধবার ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় এই আলোচনা শুরু হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ধোনি। সেবার তিনি ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করে তাঁর সঙ্গে গল্ফ খেলতে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। বুধবার সেই পুরনো ছবি শেয়ার করে ট্রাম্প-ধোনির সম্পর্ক নিয়ে রসিকতা শুরু করেছেন অনুরাগীরা।

'থালা ফর আ রিজন'

ধোনির এক অনুরাগী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, '৬-১১-২০১৪। ৬+১+২+২+৪=১৬। ১+৬=৭। থালা ফর আ রিজন।' এই পোস্টের সঙ্গে ধোনি ও ট্রাম্পের ছবি শেয়ার করেছেন এই অনুরাগী। তিনি মজা করে লিখেছেন, ফোনে ট্রাম্প বলছেন, 'আমরা সফল হয়েছি এম এস।' ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর জো বাইডেনকে ফোন করে একই কথা বলেছিলেন এবার ট্রাম্পের কাছে হেরে যাওয়া বিদায়ী মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারলেন না।

 

 

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরে যান। সেবারের নির্বাচনের ফল প্রকাশের পর তীব্র বিতর্ক হয়। এবার ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। প্রচারের শুরুতে কমলার চেয়ে পিছিয়ে থাকলেও, শেষপর্যন্ত বাজিমাত করলেন ট্রাম্প। তাঁর জয়ের পর আন্তর্জাতিক মহলে অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সঙ্গে ধোনির নামও জুড়ে গিয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন মহেন্দ্র সিং ধোনি!

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৬ আসনে জয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয়রা

জিতেছেন পুরোনো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, আরও জোরদার হবে দুদেশের বন্ধুত্ব-শুভেচ্ছা বার্তা মোদীর