সংক্ষিপ্ত
রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পরেও অনেক ক্রিকেটারই কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তাঁদেরই অন্যতম অলরাউন্ডার জলজ সাক্সেনা।
রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৬,০০০ রান করার রেকর্ড গড়লেন কেরলের অভিজ্ঞ অলরাউন্ডার জলজ সাক্সেনা। বুধবার তিরুঅনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন জলজ। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতীশ রানাকে আউট করে এই রেকর্ড গড়েন জলজ। তিনি উত্তরপ্রদেশের অধিনায়ক আরিয়ান জুয়ালকে প্রথমে বোল্ড করে দেন। এরপর অপর ওপেনার মাধব কৌশিককেও আউট করে দেন জলজ। তাঁর তৃতীয় শিকার হন সিদ্ধার্থ যাদব। নীতীশকে আউট করার পর পীযূষ চাওলাকেও আউট করে দেন জলজ। তিনি এই নিয়ে ২৯ রান রঞ্জি ট্রফিতে কোনও ইনিংসে ৫ উইকেট নিলেন।
জলজের দাপটে শেষ উত্তরপ্রদেশ
বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেরলের অধিনায়ক সচিন বেবি। তাঁর এই সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দেন জলজ। তাঁর দাপটে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে গেল উত্তরপ্রদেশ। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩০ রান করে শিবম শর্মা।নীতীশ করেন ২৫ রান। আরিয়ান করেন ২৩ রান। দিনের শেষে প্রথম ইনিংসে কেরলের স্কোর ২ উইকেটে ৮২। ২১ রান করে অপরাজিত বাবা অপরাজিত। ৪ রান করে অপরাজিত আদিত্য সারওয়াতে। ওপেনার বৎসল গোবিন্দ করেন ২৩ রান। অপর ওপেনার রোহন কুন্নুম্মাল করেন ২৮ রান।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স জলজের
রঞ্জি ট্রফিতে ১৩-তম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জলজ। গত মরসুমে চতুর্থ ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ৯,০০০ রান করার পাশাপাশি ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই অলরাউন্ডার। চলতি মরসুমেও তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে দুই ম্যাচ খেলে ১০১ রান করেছেন জলজ। তাঁর ব্যাটিংয়ের গড় ৫০.৫০। একটি অর্ধশতরানও করেছেন জলজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্রথমবার আইপিএল-এর নিলামে থাকছেন, কোন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেতে পারেন জেমস অ্যান্ডারসন?
ভারতীয় ক্রিকেট দলে শেষ বাঙালি, ব্যাট-গ্লাভস তুলে রাখছেন ঋদ্ধিমান সাহা
'কেকেআর-এ থাকতে পারলে ভালো হত,' রিটেইনশনে সুযোগ না পেয়ে আক্ষেপ ভেঙ্কটেশ আইয়ারের