
Australia vs India: পারথ স্টেডিয়ামে (Perth Stadium) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করল ভারতীয় দল। বৃষ্টির জন্য বারবার বন্ধ হয়ে যায় খেলা। দীর্ঘ সময় নষ্ট হয়। এই কারণে ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে ২৬ করেন আম্পায়াররা। শুরু থেকেই পরপর উইকেট হারানোর ফলে প্রবল চাপে পড়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। অক্ষর প্যাটেল (Axar Patel) ও কে এল রাহুল (KL Rahul) লড়াই করতে না পারলে হয়তো ভারতের রানসংখ্যা ১০০ হত না। শেষদিকে কিছুটা লড়াই করেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। কিন্তু ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হওয়ায় বড় স্কোর হল না। এই টার্গেটের মধ্যে অস্ট্রেলিয়াকে থামানো অত্যন্ত কঠিন।
এদিন ব্যর্থ হলেন ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক শুবমান গিল (Shubman Gill), সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (Shreyas Iyer) ব্যর্থ হয়েছেন। রোহিত-শুবমানের ওপেনিং জুটিতে যোগ হয় মাত্র ১৩ রান। রোহিত ১৪ বলে খেলে ৮ রান করেন। শুবমান ১৮ বল খেলে ১০ রান করেন। বিরাট ৮ বল খেলে ০ রানেই আউট হয়ে যান। শ্রেয়াস ২৪ বল খেলে ১১ রান করেন। অক্ষর ৩৮ বল খেলে ৩১ রান করেন। রাহুল ৩১ বল খেলে ৩৮ রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১০ বল খেলে ১০ রান করেন। কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে ১১ বল খেলে ১৯ রান করে অপরাজিত থাকেন নীতীশ। হর্ষিত রানা (Harshit Rana) ২ বল খেলে ১ রান করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) কোনও বল খেলার আগেই রান আউট হয়ে যান। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ০ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় দল ৯ উইকেটে ১৩৬ রান করলেও, ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার টার্গেট হয়েছে ১৩১। ফলে ভারতের বোলারদের উপর চাপ বেড়ে গিয়েছে। শুরুতেই উইকেট নিতে না পারলে জয়ের আশা শেষ হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।