
Australia vs India: পারথ স্টেডিয়ামে (Perth Stadium) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওডিআই ম্যাচ কি আদৌ শেষ করা সম্ভব হবে? কিছুক্ষণ অন্তর বারবার যেভাবে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাচ্ছে, তাতে এই প্রশ্ন উঠে গিয়েছে। ১৬.৪ ওভার খেলা হওয়ার পর যখন ফের বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছে, তখন ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৫২। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপাকে ভারতীয় দল। খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে অক্ষর প্যাটেল (Axar Patel) ও কে এল রাহুল (KL Rahul)। ২৬ বল খেলে ১৪ রান করেছেন অক্ষর। ১০ বল খেলে ৩ রান করেছেন রাহুল। এর আগে যখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল, তখন ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে ৩২ করা হয়। ফের সময় নষ্ট হওয়ায় ওভার সংখ্যা কমানো হয়েছে।
আবহাওয়ার কথা মাথায় রেখেই টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় দল। সাত মাস পর দলে ফিরে ১৪ বল খেলে আট রান করেই আউট হয়ে যান ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের মতোই সাত মাস পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই ব্যর্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি আট বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ১৮ বল খেলে ১০ রান করে আউট হয়ে যান। সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২৪ বল খেলে ১১ রান করে আউট হয়ে যান।
আম্পায়াররা জানিয়েছেন, ফের খেলা শুরু হলেও, ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয়েছে ২৬। ভারতীয় দল দ্রুত রান করতে পারছে না। ফলে সিরিজের প্রথম ম্যাচে হারের আশঙ্কায় ভারতীয় শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।