
India vs Australia Series 2025: বাইশ গজে ঠিক ২৯ মিনিট। খেললেন মোট ৩৭টি বল (ind vs aus odi squad 2025)। প্রথম একাদশে ফিরলেন রোহিত-কোহলি জুটি। কিন্তু পার্থক্য গড়তে পারলেন কই? মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের বোলিং-এর সামনে খেই হারিয়ে ফেললেন দুই তারকা (india tour of australia)।
মোট ২২৩ দিনের অপেক্ষা এবং আবেগঘন ফিরে আসা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তন ঘটল রোহিত শর্মা এবং বিরাট কোহলির। তবে সেই ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ইনিংসের হঠাৎ করেই সমাপতন। মনে হচ্ছিল, বর্ডার-গাভাসকার ট্রফির দুঃস্বপ্নই যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে।
পার্থে প্রথম দশ ওভারে দ্রুতগতির বোলারদের সামনে ব্যাট করা সহজ হয় না। সিরিজের আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এই সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন। তাই টসে জিতে তিনি বোলিংই নিলেন। কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে নতুন অধিনায়কের সঙ্গে রোহিত শর্মা ক্রিজে ব্যাট করতে নামলেন। উল্টোদিকে আম্পায়ারের হাত থেকে সাদা বল নিয়ে রানআপে গেলেন স্বয়ং মিচেল স্টার্ক।
১৪০ কিলোমিটার গতিতে মিডল এবং অফ স্টাম্প লক্ষ্য করে একটি ফুল লেংথ ডেলিভারি এল স্টার্কের তরফে। সিঙ্গেল নিয়ে শুরু হল খেলা। প্রথম দিকে গিল এবং রোহিতের ব্যাটে সুইংয়ের তেমন কোনওরকম আভাস পাওয়া যাচ্ছিল না। এরপর এল ইনসুইঙ্গার, বল অফ স্টাম্প ঘেঁষে পিছনে চলে গেল। সঙ্গে সঙ্গে পার্থের গ্যালারি থেকে উঠল আওয়াজ। স্টার্ক কিন্তু রোহিতকে দেখে একটু মুচকি হাসলেন।
যেন বুঝিয়ে দিলেন, একটু থিতু হয়ে খেলটে হবে। চতুর্থ ওভারে, রোহিত শর্মা প্রথমবারের জন্য জশ হ্যাজেলউডের মুখোমুখি হলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে যে বলটি রোহিতকে একাধিকবার সমস্যায় ফেলেছিল। রোহিতের ব্যাটে লেগে বল স্লিপে রেনশ'র হাতে গিয়ে পড়ল। ১৪ বলে মাত্র ৮ রান। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে এক অঙ্কের রানে আউট হলেন এই ভারতীয় তারকা। সুখের হল না প্রত্যাবর্তন।
হিটম্যান ফিরলেন। পছন্দের মাঠে আরও একবার নামলেন বিরাট কোহলি। ম্যাচের আগে তিনি বলেন, ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি ফ্রেশ এবং ফিট আছেন। কিন্তু ক্রিজে সেই কোহলিকে দেখা গেল না। মিচেল স্টার্কের আউটসাইড অফ স্টাম্প লাইনে আসা বলে ড্রাইভ করার চেষ্টা। আউটসাইড এজ, বল ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে উড়ে গিয়ে ক্যানোলির হাতে জমা পড়ল। সোয়ান নদীর তীরে দাঁড়িয়ে থাকা পার্থ স্টেডিয়ামে তখন শুধুই যেন নীরবতা।
কোহলির এই ধরনের আউটগুলো যেন কিছু অপরিবর্তনীয় অভ্যাসের মতো। তাঁর সেরা শট কভার ড্রাইভ, যা তার শক্তি এবং দুর্বলতা দুটোই। তবে এটি প্রথম ম্যাচ। সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। তবে সেখানেও ব্যর্থ হলেম ভবিষ্যৎ কী হবে? তার ইঙ্গিত অজিত আগরকর ইতিমধ্যেই আবার দিয়ে রেখেছেন। প্রতিটি ম্যাচ মূল্যায়ন করা হবে, এটি শুধু কোহলি এবং রোহিতের জন্য নয়! সবার জন্যই প্রযোজ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।