ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই: ০ রানে আউট বিরাট, ব্যর্থ রোহিতও, চাপে ভারতীয় দল

Published : Oct 19, 2025, 10:24 AM ISTUpdated : Oct 19, 2025, 11:15 AM IST
Virat Kohli-Rohit Sharma

সংক্ষিপ্ত

Australia vs India: পারথ স্টেডিয়ামে (Perth Stadium) চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

DID YOU KNOW ?
বিরাট-রোহিতের ব্যর্থতা
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই ম্যাচে ০ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। রোহিত শর্মাও বড় রান পেলেন না।

India tour of Australia, 2025: অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালোভাবে করতে পারলেন না ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। পারথ স্টেডিয়ামে (Perth Stadium) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় ১১.৫ ওভার ব্যাটিং করে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩৭। রোহিত ১৪ বল খেলে ৮ রান করে আউট হয়ে গিয়েছেন। বিরাট ৮ বল খেলে রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিলও (Shubman Gill) ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১৮ বল খেলে ১০ রান করে আউট হয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওডিআই ম্যাচে শূন্য রানে আউট হয়ে গেলেন বিরাট। খেলা বন্ধ হওয়ার সময় ক্রিজে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। শ্রেয়াস ৬ এবং অক্ষর ৭ রানে অপরাজিত।

বৃষ্টিতে খেলায় বিঘ্ন

পারথে এই ম্যাচ আবার কখন শুরু করা যাবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। পারথ স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা আধুনিক মানের। ফলে বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণের মধ্যেই আউটফিল্ড শুকনো করে তোলা সম্ভব হবে। কিন্তু বৃষ্টি না থামলে আউটফিল্ড শুকনো করে তোলা যাবে না। ফলে এখনও খেলা ফের শুরু করার সময় বলা যাচ্ছে না।

হতাশ রোহিত-বিরাটের অনুরাগীরা

বিরাটরোহিত বড় রান না পাওয়ায় তাঁদের অনুরাগীরা হতাশ। সবাই আশা করেছিলেন, ভারতীয় দলের হয়ে শেষ অস্ট্রেলিয়া সফরে সব ম্যাচেই ভালো ব্যাটিং করবেন এই দুই তারকা। কিন্তু তাঁরা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারলেন না। তার উপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের হতাশা বেড়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ০ রান বিরাটের।
পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ০ রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম