পরিবারের সঙ্গে কেন লন্ডনে থাকছেন বিরাট কোহলি? এতদিনে জানা গেল আসল কারণ

Published : Oct 19, 2025, 12:04 PM ISTUpdated : Oct 19, 2025, 12:31 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) থাকলেও, গত কয়েকমাস ধরে তিনি পরিবারের সঙ্গে লন্ডনে (London) থাকছিলেন। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলে।

DID YOU KNOW ?
শেষ অস্ট্রেলিয়া সফর
বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবার ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। তাঁরা শুধু ওডিআই সিরিজে খেলছেন।

Virat Kohli in London: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশ কিছুদিন ধরে পরিবারের সঙ্গে লন্ডনে (London) সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। তাঁর লন্ডনে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে। এবার তিনি নিজেই এ বিষয়ে মুখ খুললেন। রবি শাস্ত্রী (Ravi Shastri) ও অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) সঙ্গে কথোপকথনের সময় বিরাট জানিয়েছেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ অবসর পাচ্ছি। আমি এখন জীবনের বিভিন্ন দিক উপভোগ করছি। আমি কত বছর ধরে ক্রিকেটের বাইরে জীবনের অন্য কোনও দিকে তাকানোর সময় পাইনি। বাড়িতে আমার সন্তানদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারা সত্যিই সুন্দর অধ্যায়। আমি এই সময় সত্যিই উপভোগ করছি।’

বিরতি নিতে পেরে খুশি বিরাট

ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়ে খুশি বিরাট। তিনি জানিয়েছেন, ‘আমি গত ১৫-২০ বছর ধরে এত ক্রিকেট খেলেছি, সত্যিকারের বিরতি খুব কমই পেয়েছি। আমি মনে হয় গত ১৫ বছরে বাকিদের চেয়ে বেশি ম্যাচ খেলেছি। আইপিএল (IPL) ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মনে হয় আমার মতো এত ম্যাচ আর কেউ খেলেনি। ফলে এখন এই বিরতি পেয়ে আমার তরতাজা লাগছে।’

ফিটনেস নিয়ে সমস্যা নেই, দাবি বিরাটের

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচনের আগে লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দেন বিরাট। এ বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে বিরাট দাবি করেছেন, তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে এখনই সবচেয়ে বেশি ফিট। মানসিকভাবে খেলা খুব ভালো বুঝতে পারলে সত্যিকারের তরতাজা বোধ হয়। এই সময় শুধু শারীরিক প্রস্তুতি দরকার হয়। কেরিয়ারের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারি, আমার শরীর যদি ফিট থাকে এবং প্রতিবর্ত ক্রিয়া তীক্ষ্ণ থাকে, তাহলে বুঝতে হবে, খেলার বিষয়ে সচেতনতা আছে। আমার শরীর ফিট আছে। আমি শরীর ফিট রাখার জন্য কঠোর পরিশ্রম করেছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ০ রানে আউট বিরাট।
রবিবার পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম