
India tour of Australia, 2025: হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারতীয় দল। রবিবার পারথ স্টেডিয়ামে (Perth Stadium) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গেল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ভারতীয় দল। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার টার্গেট হয় ১৩১। সেই রান তুলতে অসিদের কোনও সমস্যা হল না। ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় পেল অস্ট্রেলিয়া। ফলে সিরিজ জিততে হলে পরের দু'টি ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। তবে সিরিজের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় ভারতীয় দলের উপর চাপ তৈরি হল। চোট-আঘাতের জন্য অস্ট্রেলিয়ার প্রথমসারির বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে খেলতে পারছেন না। প্রায় দ্বিতীয়সারির অস্ট্রেলিয়া দলের কাছে হার ভারতীয় দলের পক্ষে বড় ধাক্কা।
এদিন অস্ট্রেলিয়া দল যা যা করল সে সবই ঠিক হল। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। রোহিত শর্মা (Rohit Sharma) ৮, বিরাট কোহলি (Virat Kohli) ০, শুবমান গিল (Shubman Gill) ১০, শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ১১ রান করে আউট হয়ে যান। কিছুটা লড়াই করেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও কে এল রাহুল (KL Rahul)। অক্ষৎ ৩১ ও রাহুল ৩৮ রান করেন। অল্প রানের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটারদের আটকে রাখা অত্যন্ত কঠিন ছিল। সেটা করতে পারলেন না ভারতের বোলাররা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ ওপেন করতে নেমে ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) অবশ্য ৮ রান করেই আউট হয়ে যান। ম্যাথিউ শর্টও (Matthew Short) ৮ রান করে আউট হয়ে যান। জশ ফিলিপে (Josh Philippe) করেন ২৯ রান। ম্যাট রেনশ (Matt Renshaw) ২১ রান করে অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।