ভারতের অস্ট্রেলিয়া সফর ২০২৫: চতুর্থ টি-২০ ম্যাচে অপরিবর্তিত থাকবে ভারতীয় দল?

Published : Nov 05, 2025, 10:38 PM ISTUpdated : Nov 05, 2025, 11:12 PM IST
Australia vs India 2nd T20I at MCG

সংক্ষিপ্ত

Australia vs India: এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে টি-২০ সিরিজ জয়ের সুযোগ রয়েছে। সেই লড়াই চালিয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

DID YOU KNOW ?
ফের পরীক্ষা-নিরীক্ষা?
সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা হতে পারে।

Australia vs India, 4th T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে কি ভারতের টিম ম্যানেজমেন্ট পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে? না কি তৃতীয় টি-২০ ম্যাচের দল অপরিবর্তিত রাখবে? চোট-আঘাত ছাড়া সাধারণত কোনও ম্যাচ জয়ের পর দলে বদল আনা হয় না। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেই কারণেই বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের (Queensland) ক্যারারা ওভালে (Carrara Oval) ভারতীয় দলে বদল আসতে পারে বলে জল্পনা চলছে। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জয় পেতে সাহায্য করেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাও (Jitesh Sharma) ভালো পারফরম্যান্স দেখান। সবাই দলের জয়ে কিছু না কিছু অবদান রাখেন। ফলে দলে বদলের সম্ভাবনা থাকার কথা নয়। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?

হোবার্টে (Hobart) তৃতীয় টি-২০ ম্যাচে খেলার সুযোগ পাননি উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। চার বল খেলে দুই রান করেই আউট হয়ে যান। এই কারণেই বাদ পড়েন সঞ্জু। তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেয়ে জিতেশ ১৩ বল খেলে ২২ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি বাউন্ডারি মারেন। এই পারফরম্যান্সের পর জিতেশকে বাদ দেওয়া উচিত নয়। ফলে সঞ্জুর দলে ফেরার সম্ভাবনা কম।

শুবমান গিলকে নিয়ে প্রশ্ন

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে তাঁর পরিবর্তে যশস্বী জয়সোয়ালকে (Yashasvi Jaiswal) খেলার সুযোগ দেওয়ার দাবি উঠছে। কিন্তু সহ-অধিনায়ককে বাদ দেওয়া যায় না। তাছাড়া যশস্বী এই সিরিজের দলে নেই। শুবমানকে যদি ওপেনিং পজিশন থেকে সরাতে হয়, তাহলে সঞ্জুকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মিডল অর্ডারের কোনও ব্যাটারকে সরাতে হবে। টিম ম্যানেজমেন্ট সে পথে হাঁটবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ।
ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ এখন ১-১। চতুর্থ ম্যাচে যে দল জয় পাবে তারা এগিয়ে যাবে।
Read more Articles on
click me!

Recommended Stories

নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ, বক্সিং ডে টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Vijay Hazare Trophy 2025: আবারও রেকর্ড! মাত্র ৩৩ বলে ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, একের পর এক ছক্কার বৃষ্টি