
India vs South Africa: চোট সারিয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। এ বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) ম্যাঞ্চেস্টার (Manchester) টেস্টে ক্রিস ওকসের (Chris Woakes) বলে রিভার্স স্যুইপ করতে গিয়ে ঋষভের পায়ের আঙুল ভেঙে যায়। ফলে এতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। এবার তিনি ফিট হয়ে দলে ফিরলেন। সহ-অধিনায়ক হিসেবেই দলে আছেন ঋষভ। কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ১৪ নভেম্বর কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ২২ নভেম্বর গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। গুয়াহাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ ঘিরে অসমে (Assam) বিশেষ আয়োজন করা হচ্ছে। ইডেনে সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হলেও, বারসাপাড়ায় সকাল ৯টায় খেলা শুরু হবে। কারণ, গুয়াহাটিতে সূর্যোদয় যেমন তাড়াতাড়ি হয়, তেমনই সূর্যাস্তও তাড়াতাড়ি হয়। তাছাড়া নভেম্বরের শেষদিকে সারা দেশেই তাড়াতাড়ি দিনের আলো ফুরিয়ে আসে। সে কথা মাথায় রেখেই গুয়াহাটিতে ইডেনের চেয়ে আধ ঘণ্টা আগে ম্যাচ শুরু হবে। এই ম্যাচে প্রথম সেশনের পর চা পানের বিরতি হবে। দ্বিতীয় সেশনের পর হবে মধ্যাহ্নভোজের বিরতি।
রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) বাংলার হয়ে ভালো বোলিং করলেও, এবারও জাতীয় দলে সুযোগ পেলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। তবে বাংলার অপর এক পেসার আকাশ দীপ (Akash Deep) দলে জায়গা পেয়েছেন। সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও এন জগদীশন (N Jagadeesan)।
শুবমান গিল (Shubman Gill) (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), কে এল রাহুল (KL Rahul), সাই সুদর্শন (Sai Sudharsan), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), ধ্রুব জুরেল (Dhruv Jurel), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), অক্ষর প্যাটেল (Axar Patel), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও আকাশ দীপ (Akash Deep)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।