ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল, তখন প্রধান কোচ হিসেবে ছিলেন রবি শাস্ত্রী। তিনি এবার সাফল্যের জন্য ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দিচ্ছেন।
২০১৮-১৯ মরসুমে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। সেই দলের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী। শুক্রবার শুরু হচ্ছে পারথ টেস্ট ম্যাচ। টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল। এবারের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের উদ্দেশে শাস্ত্রী বলেছেন, ‘আমি প্রথম কথা বলব, শান্ত থাকতে হবে। বাইরের কোনও কিছু নিয়ে ভাবা চলবে না। বাইরের কারও কথায় প্রভাবিত হলে চলবে না। এমন পরিস্থিতি তৈরি করা চলবে না, যাতে হাঁটু কেঁপে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়।’
নিজের অভিজ্ঞতা থেকে গম্ভীরকে পরামর্শ শাস্ত্রীর
গম্ভীরের উদ্দেশ্যে শাস্ত্রী আরও বলেছেন, ‘তোমার দলে যে খেলোয়াড়রা আছে, তাদের বুঝতে হবে। খারাপ পরিস্থিতিতে ওদের পাশে থাকতে হবে। ভারতের মাটিতে যখন খেলা হচ্ছে, তখন ওদের পাশে থাকতে হবে। বিদেশের মাটিতে খেলার সময়ও ক্রিকেটারদের পাশে থাকতে হবে। কী করলে একজন খেলোয়াড় ভালো পারফরম্যান্স দেখাতে পারে, সেটা দেখতে হবে। দলের প্রয়োজনে কোন ক্রিকেটারকে মাঠের বাইরে রেখে অন্য ক্রিকেটারকে খেলার সুযোগ দিলে ভালো হবে, সেটাও বুঝতে হবে।’
অস্ট্রেলিয়ায় সাফল্য না পেলে গম্ভীরের ডানা ছাঁটা হবে?
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-৩ হারের পর অস্ট্রেলিয়া সফরের আগে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গম্ভীরের সঙ্গে আলোচনায় বসেন বিসিসিআই কর্তারা। এই বৈঠকে রোহিত ও গম্ভীরকে কড়া বার্তা দেওয়া হয় বলে জানা গিয়েছে। ভারতীয় দল যদি অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। রোহিত ও গম্ভীরের পাশাপাশি বিরাট কোহলির উপরেও খাঁড়া নেমে আসতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পারথের নতুন স্টেডিয়ামে ফের জ্বলে উঠবে বিরাট কোহলির ব্যাট, ইতিহাস গড়তে পারবে ভারত?
রাত পোহালেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, পারথে প্রথম দিনের খেলায় বাধা হবে বৃষ্টি?
পারথ টেস্টে খেলছেন না রোহিত শর্মা, ভারতীয় দলের নেতৃত্বে জসপ্রীত বুমরা