সংক্ষিপ্ত
শুক্রবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।
অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টি হয় না। কিন্তু পারথে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎ বৃষ্টি হচ্ছে। শুক্রবার সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পারথে ২৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের শুরুতেই বৃষ্টি হতে পারে। ফলে যে দল প্রথমে ফিল্ডিং করবে, তাদের পেসারদের সুবিধা হতে পারে। ফলে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা নিজে বিশ্বের অন্যতম সেরা পেসার। তিনি পারথে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও পারথের পেস কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলতে তৈরি। পারথে শুক্রবার সকালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, এরপর আর বৃষ্টির আশঙ্কা নেই। ফলে ভালোভাবেই হতে চলেছে ম্যাচ।
পারথে পিচ কেমন থাকতে পারে?
পারথে বৃষ্টির ফলে পিচ তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছেন পারথের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড। তিনি অবশ্য জানিয়েছেন, পারথের ওয়াকা স্টেডিয়ামে বরাবরই যে ধরনের পেস ও বাউন্সে ভরা পিচ হয়, এবার অপটাস স্টেডিয়ামেও সেরকমই পিচ তৈরির চেষ্টা করছেন। কিন্তু পিচ তৈরির প্রস্তুতি ধাক্কা খেয়েছে। এমনভাবে পিচ তৈরি করার চেষ্টা করছিলেন, যাতে ম্যাচ যত গড়াবে ততই পিচে ফাটল দেখা যায়। সেক্ষেত্রে স্পিনারদের সুবিধা হয়। কিন্তু বৃষ্টির ফলে পিচ এমন হয়ে গিয়েছে, প্রথম দুই দিন পেস ও বাউন্স থাকবে। এরপর ব্যাটাররা সাহায্য পেতে পারেন।
ভারতীয় দলের হয়ে কারা খেলতে পারেন?
পারথ টেস্ট ম্যাচে তিন পেসার, একজন পেসার অলরাউন্ডার নিয়ে খেলতে পারে ভারতীয় দল। তিন পেসার হিসেবে খেলতে পারেন বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। পেসার অলরাউন্ডার হিসেবে খেলার সুযোগ পেতে পারেন নীতীশ কুমার রেড্ডি। একমাত্র পেসার হিসেবে দলে থাকতে পারেন অশ্বিন। ওপেনিং ব্যাটার হিসেবে থাকতে পারেন যশস্বী জয়সোয়াল ও কে এল রাহুল। শুবমান গিলের খেলার সম্ভাবনা কার্যত নেই। বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ খেলার সুযোগ পাবেন কি না স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভাঙা আঙুল নিয়েই কি পারথ টেস্টে খেলবেন শুবমান গিল? কী জানালেন মর্নি মর্কেল?
পারথ টেস্টে খেলছেন না রোহিত শর্মা, ভারতীয় দলের নেতৃত্বে জসপ্রীত বুমরা
চোট সারিয়ে ফিট তারকা ব্যাটার, পারথ টেস্টের আগে কিছুটা স্বস্তিতে ভারতীয় দল