চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও শতরান করতে পারেননি বিরাট কোহলি। ফলে তাঁর কাছে অস্ট্রেলিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই বড় স্কোরের লক্ষ্যে বিরাট।
পারথের নতুন স্টেডিয়ামে দ্বিতীয়বার টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ওয়াকা স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হচ্ছে না। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট হতে চলেছে পারথ স্টেডিয়ামে, যা অপটাস স্টেডিয়াম নামেও পরিচিত। ২০১৮ সালে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন এই স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হয়। ২০১৮ সালের ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ম্যাচ হয়েছিল। অ্যাডিলেড টেস্ট ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেলেও, পারথে ১৪৬ রানে হেরে যায় ভারতীয় দল। সেই ম্যাচে শতরান করেন বিরাট কোহলি। এবারও বড় স্কোরই বিরাটের লক্ষ্য। একইসঙ্গে ভারতীয় দলকে জয় এনে দেওয়াও বিরাটের লক্ষ্য।
পারথ স্টেডিয়ামে অপরাজিত অস্ট্রেলিয়া
পারথ স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৪টি টেস্ট ম্যাচ হয়েছে। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচে হারেনি অস্ট্রেলিয়া। সব ম্যাচেই জয় পেয়েছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা। এবার পারথ স্টেডিয়ামে টেস্ট ম্যাচে রেকর্ড বদলাতে মরিয়া ভারতীয় দল। শুক্রবারের ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। দুই দলের অধিনায়কই পেসার। আবহাওয়ার পূর্বাভাসে জনানো হয়েছে, শুক্রবার সকালে পারথে বৃষ্টি হতে পারে। এই ম্যাচের প্রথম ২ দিন পিচে পেস ও বাউন্স থাকতে পারে। ফলে যে দল প্রথমে ফিল্ডিং করবে, তারা সুবিধা পেতে পারে।
পারথে ভারতের গত ম্যাচে কী হয়েছিল?
পারথ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩২৬ রান করে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিস ৭০ এবং অ্যারন ফিঞ্চ করেন ৫০ রান। জবাবে প্রথম ইনিংসে ২৮৩ রান করে ভারতীয় দল। ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট। অজিঙ্কা রাহানে করেন ৫১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ২৪৩ রান করে অস্ট্রেলিয়া। উসমান খাজা করেন ৭২ রান। দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এবার ভালো ব্যাটিং করার লক্ষ্যে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রাত পোহালেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, পারথে প্রথম দিনের খেলায় বাধা হবে বৃষ্টি?
পারথ টেস্টে খেলছেন না রোহিত শর্মা, ভারতীয় দলের নেতৃত্বে জসপ্রীত বুমরা
চোট সারিয়ে ফিট তারকা ব্যাটার, পারথ টেস্টের আগে কিছুটা স্বস্তিতে ভারতীয় দল