ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ: 'ট্রফি স্পর্শ করে ভালো লাগছে,' নকভিকে খোঁচা সূর্যকুমারের

Published : Nov 08, 2025, 09:11 PM ISTUpdated : Nov 08, 2025, 09:25 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

Australia vs India: এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে ১-২ ফলে হেরে গেলেও, টি-২০ সিরিজে ২-১ জয় পেল ভারতীয় দল। যদিও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দুই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।

DID YOU KNOW ?
টি-২০ সিরিজ জয় ভারতের
এবারের অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে হেরে গেলেও, টি-২০ সিরিজে জয় পেল ভারতীয় দল।

Asia Cup 2025 Trophy Row: ব্রিসবেনের (Brisbane) গাব্বায় (The Gabba) ভারত-অস্ট্রেলিয়া (Australia vs India) সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচেও এশিয়া কাপ ট্রফি বিতর্ক ফিরে এল। শনিবার ভারতীয় দল ২-১ ফলে টি-২০ সিরিজ জিতেছে। ম্যাচ শেষ হওয়ার পর ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছেন, 'অবশেষে ট্রফি স্পর্শ করতে পেরে খুব ভালো লাগছে। সিরিজ জয়ের পর আমার হাতে যখন ট্রফি তুলে দেওয়া হয়, তখন আমার হাতে ট্রফি অনুভব করেছি।' পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, এখনও ট্রফি পায়নি ভারতীয় দল। শনিবার ট্রফি পাওয়ার পর সেই ইঙ্গিত করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) খোঁচা দিয়েছেন সূর্যকুমার। তাঁর মন্তব্য নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে।

মহিলা দলের প্রশংসায় সূর্যকুমার

কয়েকদিন আগেই ভারতীয় দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে। সে কথা উল্লেখ করে সূর্যকুমার বলেছেন, ‘কয়েকদিন আগেই ভারতে অপর এক ট্রফি এসেছে। আমাদের মহিলা দল বিশ্বকাপ জিতেছে। সেই ট্রফি দেশে আছে। এতে খুব ভালো লাগছে। ট্রফি স্পর্শ করতে পেরেও ভালো লাগছে।’

মহিলা ক্রিকেটের জনপ্রিয়তায় খুশি সূর্যকুমার

মহিলা দলের বিশ্বকাপ জয় প্রসঙ্গে সূর্যকুমার আরও বলেছেন, ‘সম্প্রতি মহিলা দল ভারতে বিশ্বকাপ জেতার পর কী হয়েছে আমি দেখেছি। দর্শকদের কাছ থেকে অবিশ্বাস্য সমর্থন পেয়েছে মহিলা দল। দেশের মাটিতে খেলা হলে অনেক চাপ থাকে। কিন্তু একইসঙ্গে অনেক উত্তেজনা ও দায়িত্ব থাকে। নিজেদের দেশে খেলা হলে সবসময় সমর্থন পাওয়া যায়। আমরা ভারতের মাটিতে খেললে সবার কাছ থেকে সমর্থন পাই।’ কয়েক মাস পরেই দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। তবে তার আগে একাধিক সিরিজ খেলবেন সূর্যকুমাররা। ভারতের অধিনায়ক এখন থেকেই টি-২০ বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছে।
হরমনপ্রীত কউরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম