Shreyas Iyer Injury: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) ওডিআই সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁকে সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতার কামনা করছে সারা দেশ।

DID YOU
KNOW
?
শ্রেয়াস আইয়ারের রক্তক্ষরণ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন ফিল্ডিং করার সময় পাঁজরে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রেয়াস আইয়ার।

Suryakumar Yadav's mother: অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজ চলাকালীন চোট পান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে ছটপুজো (Chhath Puja 2025) চলাকালীন প্রার্থনা করলেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মা। সূর্যকুমারের বোন ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে সূর্যকুমারের মাকে বলতে শোনা যাচ্ছে, 'আমি এ কথা বলতে চাই যে সবাই শ্রেয়াস আইয়ারের জন্য প্রার্থনা করুন। ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমি জানতে পেরেছি ওর শরীর ভালো নেই। সে কথা শুনে আমার একটুও ভালো লাগেনি।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই সূর্যকুমারের মায়ের এই মনোভাবের প্রশংসা করছেন। জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেন সূর্যকুমার ও শ্রেয়াস। ছেলের সতীর্থর জন্য সূর্যকুমারের মায়ের এই আবেগ বিরল।

এখনও সিডনির হাসপাতালে শ্রেয়াস

ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। কিন্তু শ্রেয়াস এখনও সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, এই তারকা ক্রিকেটারের শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে। হর্ষিত রানার (Harshit Rana) বোলিংয়ে অ্যালেক্স কেরির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে মারাত্মক চোট পান শ্রেয়াস। তিনি চোট পাওয়ার পর ভারতীয় দলের ফিজিওর সঙ্গে মাঠের বাইরে চলে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। স্ক্যান করে জানা যায়, শ্রেয়াসের বাঁ পাঁজরে আঘাত রয়েছে। এরপর তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।

Scroll to load tweet…

সুস্থ হয়ে ওঠার পথে শ্রেয়াস

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন শ্রেয়াসের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার ফের স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে, শ্রেয়াস এখন সুস্থ হয়ে ওঠার পথে। তবে এই ক্রিকেটারকে কবে দেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।