
India tour of Australia, 2025: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হতেই ফের তীব্র সমালোচনার মুখে পড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি শুক্রবার অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন। অভিষেক ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও, ১০ বল খেলে পাঁচ রান করেই আউট হয়ে যান শুবমান। ওপেনার যশস্বী জয়সোয়ালকে (Yashasvi Jaiswal) দলের বাইরে রেখে শুবমানকে ওপেনার হিসেবে খেলার সুযোগ দেওয়া হয়। কিন্তু জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বোলিং সামাল দিতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। তিনি গত মাসে ভারতের টি-২০ দলে ফেরেন। তারপর থেকে এই ফর্ম্যাটে এখনও পর্যন্ত নয় ইনিংসে ২৪.১৪ গড়ে ১৬৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.২৪। টি-২০ কেরিয়ারে এখনও পর্যন্ত ৩০ ইনিংসে ২৮.৭৩ গড়ে ৭৪৭ রান করেছেন শুবমান। তিনি এই ফর্ম্যাটে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন। টেস্ট, ওডিআই ফর্ম্যাটে অনেক ভালো পারফরম্যান্স দেখালেও, টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না শুবমান। এই কারণেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে।
শুবমান বারবার ব্যর্থ হওয়ায় যশস্বীকে খেলার সুযোগ দেওয়ার দাবি উঠছে। এই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী। এই তরুণ ব্যাটার এখনও পর্যন্ত ২২ ইনিংসে ৭২৩ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৬.১৫। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছেন যশস্বী। কিন্তু তারপরেও তিনি খেলার সুযোগ পাচ্ছেন না। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) শেষবার টি-২০ ম্যাচে খেলার সুযোগ পান যশস্বী। তিনি সাফল্য পাওয়ার পরেও দলের বাইরে থাকায় অনেকেই ক্ষুব্ধ। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সঞ্জু স্যামসনও (Sanju Samson) ব্যর্থ হয়েছেন। এই উইকেটকিপার-ব্যাটার তিন নম্বরে ব্যাটিং করতে নেমে চার বল খেলে দুই রান করে আউট হয়ে যান। সঞ্জুও শুবমানের মতোই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।