Australia vs India: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার টি-২০ সিরিজেও পিছিয়ে পড়লেন শুবমান গিলরা (Shubman Gill)। ফলে ভারতীয় দলের উপর চাপ তৈরি হয়েছে।
KNOW
India tour of Australia, 2025: ২০০৮ থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground) টি-২০ ম্যাচে অপরাজিত ছিল ভারতীয় দল। শুক্রবার সেই অপরাজিত দৌড় থেমে গেল। এদিন টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া (Australia vs India)। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিন ব্যাটারদের ব্যর্থতার জন্যই হারতে হল ভারতীয় দলকে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অলরাউন্ডার হর্ষিত রানা (Harshit Rana) ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। বোলাররা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হল না। ১৩.২ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় পেল অস্ট্রেলিয়া।
বিফলে অভিষেক-হর্ষিতের লড়াই
এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ৭.৩ ওভারের মধ্যে ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারতীয় দল। এরই মধ্যে লড়াই চালিয়ে যান অভিষেক ও হর্ষিত। অভিষেক ৩৭ বলে ৬৮ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। হর্ষিত ৩৩ বলে ৩৫ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। এই পেসার চার ওভার বোলিং করে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন। জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett) ৩৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। নাথান এলিস (Nathan Ellis) ৩.৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন।
মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিং
অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। তিনি ওপেন করতে নেমে ২৬ বলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ট্রেভিস হেড (Travis Head) ১৫ বলে ২৮ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে জশ ইনগ্লিস (Josh Inglis) ২০ রান করেন। মিচেল ওয়েন (Mitchell Owen) করেন ১৪ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
