Asia Cup 2025: প্রত্যাশামতোই শুক্রবার এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ম্যাচে (India vs Oman) প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল ভারতীয় দল। ওমানের পক্ষে বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয় পাওয়া কার্যত অসম্ভব।
KNOW
India vs Oman: রবিবার চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচের আগে দলের সবাইকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার জন্য নিজে ব্যাটিং করলেন না ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ব্যাটিং অর্ডারে তিন নম্বর থেকে পিছিয়ে ১১ নম্বরে চলে গেলেন। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৮ উইকেটে ১৮৮ রান করল। অধিনায়ক ছাড়া সবাই ব্যাটিং করলেন। সর্বাধিক ৫৬ রান করলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর ৪৫ বলের ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১৫ বলে ৩৮ রান করেন। এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। অক্ষর প্যাটেল (Axar Patel) ১৩ বলে ২৬ রান করেন। তিলক ভার্মা ১৮ বলে ২৯ রান করেন। হর্ষিত রানা (Harshit Rana) ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
ব্যর্থ শুবমান গিল
ভারতীয় দলের তারকা ওপেনার, টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) ওমানের বিরুদ্ধে বড় রান পেলেন না। তিনি এদিন আট বল খেলে পাঁচ রান করে আউট হয়ে যান। এর মধ্যে একটি বাউন্ডারি মারেন শুবমান। শিবম দুবেও (Shivam Dube) আট বল খেলে পাঁচ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথম বলেই এক রান করে রান আউট হয়ে যান। আর্শদীপ সিংও (Arshdeep Singh) প্রথম বলে এক রান করে রান আউট হয়ে যান। তিন বল খেলে এক রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
ভারতের ব্যাটিং অনুশীলন
ভারতীয় দল আগেই সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে। ফলে ওমানের বিরুদ্ধে ম্যাচের কোনও গুরুত্ব নেই। এই ম্যাচে সবাইকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়াই লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে সফল সূর্যকুমাররা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


