Shreyas Iyer: অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজে ফিল্ডিং করার সময় মারাত্মক চোট পান ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁকে সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি করতে হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

DID YOU
KNOW
?
শ্রেয়াস আইয়ারের চিকিৎসা
চোট পাওয়ার পর থেকে সিডনিতেই শ্রেয়াস আইয়ারের চিকিৎসা চলছে। তিনি সম্পূর্ণ সুস্থ হলে তারপরেই দেশে ফিরবেন।

Shreyas Iyer Injury: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সিডনির (Sydney) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শনিবার এই খবর জানিয়েছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজ চলাকালীন চোট পান এই তারকা ব্যাটার। ফিল্ডিং করার সময় তাঁর বাঁ পাঁজরে মারাত্মক চোট লাগে। তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা যায়। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এখন শ্রেয়াসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই দেশে ফেরা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। তাঁকে এখনও কিছুদিন সিডনিতে থাকতে হবে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করলে তারপরেই দেশে ফিরতে পারবেন।

চিকিৎসকদের ধন্যবাদ বিসিসিআই-এর

সফলভাবে শ্রেয়াসের চিকিৎসা করার জন্য চিকিৎসক কুরুশ হাঘিগি (Dr. Kouroush Haghigi) ও তাঁর সহযোগীদের ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। ভারত থেকে সিডনির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বিখ্যাত চিকিৎসক দীনেশ পারদিওয়ালা (Dr. Dinshaw Pardiwala)। তাঁকেও ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। শ্রেয়াসের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ছোট অস্ত্রোপচারও করাতে হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে ফিল্ডিং করার সময় পেটে আঘাত পান শ্রেয়াস আইয়ার। এই আঘাতের ফলে তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে থাকে। তাঁর আঘাত দ্রুত চিহ্নিত করা হয়। ছোট অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করা হয়। চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আপাতত স্থিতিশীল শ্রেয়াস

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘শ্রেয়াস আইয়ারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি সুস্থ হয়ে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পাশাপাশি বিসিসিআই মেডিক্যাল টিমও তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে খুশি। আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) জানিয়েছেন, শ্রেয়াস এখন অনেকটাই সুস্থ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।