Australia Vs Pakistan: মেলবোর্নের গ্যালারিতে অন্তরঙ্গ মুহূর্তে তরুণ-তরুণী, জায়ান্ট স্ক্রিনে দেখাতেই বিড়ম্বনা

Published : Dec 28, 2023, 07:56 PM ISTUpdated : Dec 28, 2023, 11:50 PM IST
MCG Couple

সংক্ষিপ্ত

মাঠে যখন ক্রিকেটাররা লড়াই করছেন, তখন গ্যালারিতে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দর্শকরা। কিন্তু ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই বিড়ম্বনার মুখে পড়লেন দর্শকরা।

ফাঁকা গ্যালারিতে বসে অন্তরঙ্গভাবে সময় কাটাচ্ছিলেন তরুণ-তরুণী। হঠাৎ তাঁদের উপর নজর দিল ক্যামেরা। জায়ান্ট স্ক্রিনে দেখা গেল সেই মুহূর্ত। এরপরেই বিড়ম্বনায় পড়ে মুখ ঢেকে মাঠ ছাড়লেন ওই তরুণ-তরুণী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের তৃতীয় দিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। যে তরুণ-তরুণীকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়, তাঁরা লজ্জায় পড়লেও, অন্য দর্শকরা এই ঘটনা উপভোগ করেছেন। অতীতে অস্ট্রেলিয়ায় ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে নানা মজার মুহূর্ত দেখা গিয়েছে। গ্যালারিতে অস্ট্রেলিয়ার এক যুবতীকে বিয়ের প্রস্তাব দেন এক ভারতীয় যুবক। ফের গ্যালারিতে অন্তরঙ্গ মুহূর্ত দেখা গেল।

পাকিস্তানের বিরুদ্ধে সুবিধাজমক জায়গায় অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট ম্যাচেও জয়ের পথে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৮৭। ২৪১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পক্ষে বড় টার্গেট তাড়া করে জয় পাওয়া কঠিন।

 

 

স্মিথ-মার্শের অসাধারণ লড়াই

মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৬ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২ বল খেলেই আউট হয়ে যান ওপেনার উসমান খাজা (০)। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৬ রান। মার্নাস লাবুশেন করেন ৪ রান। প্রথম বলেই আউট হয়ে যান ট্রেভিস হেড (০)। ৯৬ রান করেন মিচেল মার্শ। স্টিভ স্মিথ করেন ৫০ রান। ১৬ রান করেন অ্যালেক্স কেরি। পাকিস্তানের হয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মীর হামজা। ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Pakistan: মেলবোর্নে হাসান আলির সঙ্গে নাচছেন দর্শকরা, ভাইরাল ভিডিও

India Vs South Africa: সেঞ্চুরিয়নে দ্বিশতরান হারিয়ে ব্যাট আছড়ে ফেললেন ডিন এলগার

IPL 2024: কষ্ট করে ব্যাট কিনে দিয়েছিলেন বাবা, এখন বাড়ি করে দিতে চান শুভম দুবে

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?