India Vs South Africa: প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত

Published : Dec 28, 2023, 05:40 PM ISTUpdated : Dec 28, 2023, 06:21 PM IST
South Africa vs India

সংক্ষিপ্ত

প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চাপে ভারত।

সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে ১৬৩ রানে এগিয়ে প্রোটিয়ারা। অল্পের জন্য দ্বিশতরান হারান দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। তিনি ১৮৫ রান করে শার্দুল ঠাকুরের বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে যান। এলগারের ২৮৭ বলের ইনিংসে ছিল ২৮টি বাউন্ডারি। ৮৪ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন। তাঁর ১৪৭ বলের ইনিংলে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ডেভিড বেডিংহ্যাম করেন ৫৬ রান। টনি ডে জর্জি করেন ২৮ রান। জেরাল্ড কোটজি করেন ১৯ রান। দক্ষিণ আফ্রিকার অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৯১ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১০১ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল। ৯৩ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

তৃতীয় দিন চাপে ভারতীয় দল

এই ম্যাচের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ১০১ রান করেন রাহুল। বিরাট কোহলি করেন ৩৮ রান। শ্রেয়াস আইয়ার করেন ৩১ রান। শার্দুল করেন ২৪ রান। যশস্বী জয়সোয়াল করেন ১৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন নান্দ্রে বার্গার। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন জ্যানসেন। ৭৪ রান দিয়ে ১ উইকেট নেন জেরাল্ড কোটজি।

ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা

প্রথম ইনিংসে ১৬৩ রানে পিছিয়ে পড়ে চাপে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করতে হবে ভারতের ব্যাটারদের। এখনও এই ম্যাচের ২ দিন বাকি। ফলে ম্যাচ জিততে হলে ভারতীয় ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Australia Vs Pakistan: মেলবোর্নে হাসান আলির সঙ্গে নাচছেন দর্শকরা, ভাইরাল ভিডিও

Virat Kohli: খুদে অনুরাগীর স্বপ্নপূরণ, আরসিবি-র জার্সিতে অটোগ্রাফ বিরাটের, ভাইরাল ভিডিও

Babar Azam: অস্ট্রেলিয়া সফরে ফের ব্যর্থতা, বাবর আজমকে নিয়ে হতাশ অনুরাগীরা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?