অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত। চলতি সিরিজের প্রথম ২ টেস্ট ম্যাচে হারের পর সিডনিতে তৃতীয় ম্যাচেও হারের পথে পাকিস্তান।
টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষেই ডেভিড ওয়ার্নারদের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট খুইয়ে বসেছে পাকিস্তান। লিড মাত্র ৮২ রানের। মহম্মদ রিজওয়ান ছাড়া কোনও প্রতিষ্ঠিত ব্যাটারই ক্রিজে নেই। ফলে চতুর্থ দিনই জয় তুলে নিতে পারে অস্ট্রেলিয়া। এটাই ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচ। তাঁকে জয়ের মাধ্যমেই বিদায় জানাতে তৈরি হচ্ছেন সতীর্থরা। প্রথম ইনিংসে বড় রান পাননি ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে তিনি যদি উইনিং স্ট্রোক নিতে পারেন, তাহলে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। যদিও ব্যক্তিগত নজিরের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ওয়ার্নার।
ফের ব্যর্থ বাবর আজম
চলতি সিরিজে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই বড় স্কোর করতে পারলেন না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সিডনি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪০ বলে ২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫২ বলে ২৩ রান করলেন বাবর। প্রথম ইনিংসে ৩৫ রান করলেও, দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়ে গেলেন মাসুদ (০)। ওপেনার আবদুল্লা শফিক ৬ বল খেলে ০ রানে আউট হয়ে যান। অপর ওপেনার সাইম আয়ুব করেন ৩৩ রান। ২ রান করেই আউট হয়ে যান সৌদ শাকিল। দিনের শেষে ৬ রানে অপরাজিত রিজওয়ান। ০ রানে আউট হয়ে গিয়েছেন সাজিদ খান, আগা সলমন। ০ রানে অপরাজিত আমের জামাল।
জশ হ্যাজেলউডের অসাধারণ বোলিং
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স জশ হ্যাজেলউডের। ৫ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ট্রেভিস হেড। ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাথান লিয়ন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: কেপ টাউনে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ, ইতিহাসে ভারতীয় দল
India Vs South Africa: কেপ টাউনে জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত
India Vs South Africa: দক্ষিণ আফ্রিকায় ধোনির রেকর্ড স্পর্শ রোহিতের