শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে এবারের রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা। গতবার রানার্স হওয়ার পর এবারও ভালো ফলের লক্ষ্যে মনোজ তিওয়ারি, ঈশান পোড়েলরা।
এবারের রঞ্জি ট্রফি অভিযানের শুরুটা ভালো করল বাংলা। শুক্রবার প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করতে নেমে দিনের শেষে ভালো জায়গায় বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৮৯। এদিন বাংলার নায়ক বহু যুদ্ধের ঘোড়া অনুষ্টুপ মজুমদার এবং ওপেনার সৌরভ পাল। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১২৫ রান করেন অনুষ্টুপ। তাঁর ১৩৯ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অল্পের জন্য শতরান পেলেন না সৌরভ। তিনি ২৩২ বলে ৯৬ রান করেন। এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। বাংলার অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ওপেনার শ্রেয়াংস ঘোষ করেন ১১ রান। গত মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখানো সুদীপ কুমার ঘরামি করেন ১৮ রান। দিনের শেষে ১৫ রানে অপরাজিত অধিনায়ক মনোজ তিওয়ারি। ০ রানে অপরাজিত মহম্মদ কাইফ। অন্ধ্রপ্রদেশের হয়ে ৯১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ললিত মোহন। ৫৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন শোয়েব মহম্মদ খান।
হায়দরাবাদের বিশাল স্কোর
নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই বিশাল স্কোর করল হায়দরাবাদ। শুক্রবার ৫ উইকেটে ৪৭৪ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় হায়দরাবাদ। দ্বিশতরান করলেন রাহুল সিং। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫৭ বলে ২১৪ রান করেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ২৩টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। ১০০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক তিলক ভার্মা। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ওপেনার তন্ময় আগরওয়াল করেন ৮০ রান। তাঁর ১০৯ বলের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। দিনের শেষে প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৫ রান করেছেন নাগাল্যান্ড।
বড় স্কোরের লক্ষ্যে ঋদ্ধিমান সাহা
গোয়ার বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৬১ রান করেছে ত্রিপুরা। ১১২ রান করেছেন শ্রীদাম পাল। তাঁর ১৬২ বলের ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি। ৫৯ রানে অপরাজিত গণেশ সতীশ। ৪২ রান করেছেন সুদীপ চট্টোপাধ্যায়। ১৯ রান করে অপরাজিত অধিনায়ক ঋদ্ধিমান সাহা। ১৫ ওভার বোলিং করে ৪৮ রান দিয়েছেন অর্জুন তেন্ডুলকর। তিনি উইকেট পাননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
MS Dhoni: ১৫ কোটি টাকা প্রতারণা! প্রাক্তন ব্যবসায়িক সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ধোনির
India Vs South Africa: কেপ টাউনে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ, ইতিহাসে ভারতীয় দল
India Vs South Africa: কেপ টাউনে জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত