Australia Vs Pakistan: নতুন বছরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ 'উপহার' অস্ট্রেলিয়ার

Published : Jan 06, 2024, 02:25 PM ISTUpdated : Jan 06, 2024, 03:12 PM IST
Australia vs Pakistan

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত। এবারও ৩টি ম্যাচেই হেরে গেলেন শান মাসুদ, বাবর আজমরা। লজ্জাজনক পারফরম্যান্স পাকিস্তানের।

ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজে ৩-০ জয় পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহজেই জয় পেলেন ওয়ার্নাররা। সিডনি টেস্ট ম্যাচে ৮ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। পাকিস্তান এই ম্যাচে হেরে গেলেও, ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার আমের জামাল। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এবারের অস্ট্রেলিয়া সফরে কোনও ম্যাচেই জয় পেল না পাকিস্তান। শুরুতে প্রস্তুতি ম্যাচ ড্র করার পর পারথ টেস্ট ম্যাচে ৩৬০ রানে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ৭৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর সিডনিতেও বড় ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের মধুর বিদায়

কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩৪ রান করেন ওয়ার্নার। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করেন এই তারকা ওপেনার। তাঁর ৭৫ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। দলের জয়ে বড় অবদান থাকল ওয়ার্নারের।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করলেন কামিন্স-হ্যাজেলউড

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বাধিক ৮৮ রান করেন মহম্মদ রিজওয়ান। ৮২ রান করেন জামাল। ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন কামিন্স। ৭৫ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১ উইকেট করে নেন হ্যাজেলউড, নাথান লিয়ন ও মিচেল মার্শ। এরপর প্রথম ইনিংসে ২৯৯ রান করে অস্ট্রেলিয়া। ৬০ রান করেন মার্নাস লাবুশেন। ৫৪ রান করেন মার্শ। ৬৯ রান দিয়ে ৬ উইকেট নেন জামাল। দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন হ্যাজেলউড। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন লিয়ন। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার ওভারেই ওপেনার উসমান খাজার (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬২ রান করে অপরাজিত থাকেন লাবুশেন। ৪ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Smriti Mandhana: স্মৃতি মন্ধানার নজির, প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সহজ গ্রুপ, স্বস্তিতে ভারতীয় দল

ICC Men's T20 World Cup: জল্পনার অবসান, ৯ জুনই নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম