টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের মধ্যে অন্যতম সফল নাথান লিয়ন। অসাধারণ সাফল্য পেয়েছেন এই অফস্পিনার। ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে লিয়ন।
বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও এবি ডিভিলিয়ার্সকে একই সারিতে রাখলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন। তিনি বিপক্ষ দলের সেরা ৩ ব্যাটারের তালিকায় রেখেছেন বিরাট, সচিন ও ডিভিলিয়ার্সকে। লিয়ন জানিয়েছেন, তিনি যখনই এই ব্যাটারের মুখোমুখি হয়েছেন, তখনই তাঁদের আউট করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। একটি সাক্ষাৎকারে লিয়ন বলেছেন, 'আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে কে সেরা, সেটা বেছে নেওয়া খুব কঠিন। আমি কয়েকজন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি। আমি প্রতিপক্ষের সেরা ক্রিকেটার হিসেবে ৩ জনের নাম বলতে পারি। তারা হল বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও এবি ডিভিলিয়ার্স।'
প্রতিপক্ষের সেরা ব্যাটারদের কীভাবে আউট করেছেন?
বিরাট, সচিন, ডিভিলিয়ার্সকে আউট করতে গিয়ে বেশিরভাগ বোলারই সমস্যায় পড়েছেন। লিয়নকেও সমস্যায় পড়তে হয়েছে। তিনি কীভাবে এই ৩ ব্যাটারকে আউট করার পরিকল্পনা করেছেন? অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেছেন, ‘ওদের আউট করার গোপন মন্ত্র হল, দীর্ঘক্ষণ ধরে ওদের রক্ষণকে চ্যালেঞ্জ করে যেতে হয়েছে। সেভাবেই ওদের বিরুদ্ধে সাফল্য পেয়েছি।’
সচিন, বিরাটের বিরুদ্ধে সফল লিয়ন
টেস্ট ম্যাচে ২৩ বার বিরাটের মুখোমুখি হয়ে ৭ বার তাঁর উইকেট নিয়েছেন লিয়ন। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে টেস্টে ৬ বার সচিনের মুখোমুখি হয়ে ৪ বার তাঁর উইকেট নিয়েছেন লিয়ন। এই অফস্পিনার ভারতের বিরুদ্ধে ২৭টি টেস্ট ম্যাচ খেলে ১২১ উইকেট নিয়েছেন। বেঙ্গালুরু টেস্টে ৫০ রান দিয়ে ৮ উইকেট নেন লিয়ন। এটাই টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স। কিন্তু বিরাট-সচিনের বিরুদ্ধে সফল হলেও, ডিভিলিয়ার্সের বিরুদ্ধে খুব বেশি সাফল্য পাননি লিয়ন। তিনি ১২ বার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটারের মুখোমুখি হয়ে মাত্র ২ বার তাঁর উইকেট নিতে পেরেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: দেখুন ভিডিও, নববর্ষে নিউল্যান্ডসে ভারতীয় দলের অনুশীলনে চনমনে বিরাট
Indian Cricket: নতুন বছরে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে ভারতীয় দলের জন্য?
David Warner: বিদায়ী টেস্টের আগেই ওডিআই থেকে অবসর ডেভিড ওয়ার্নারের