সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলিকে নিয়ে এখন নানা আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্সের মন্তব্যে জল্পনা বেড়েছে।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তানের সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করে বিপাকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তিনি বিরাটের পরিবারের কাছ ক্ষমা চাইলেন। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে ডিভিলিয়ার্স বলেছেন, ‘আমার বন্ধু বিরাট কোহলির সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। সবার কাছে আমার আর্জি, ওর ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করবেন না। পরিবার সবার আগে। ঠিক কী হচ্ছে সেটা কেউই জানে না। সবার কাছে আমার অনুরোধ, ওর পরিবারের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। গত অনুষ্ঠানে আমি ভুল করে ফেলেছি। তার জন্য কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি।’

বিরাটের মাঠে ফেরার অপেক্ষায় ডিভিলিয়ার্স

বিরাট-অনুষ্কার কাছে ক্ষমা চেয়ে ডিভিলিয়ার্স আরও বলেছেন, ‘আমি একেবারেই ঠিক কাজ করিনি। যে তথ্য সম্পর্কে নিশ্চিতভাবে জানি না, সেই তথ্যই সবার কাছে পরিবেশন করেছি। আমি সবার কাছে আর্জি জানাচ্ছি, ওর এবং ওর পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ওর ব্যক্তিগত সময়কেও শ্রদ্ধা করুন। আশা করি বিরাটকে আমরা মাঠে ফিরতে দেখব এবং ও বরাবরের মতো রান করবে।’

বেফাঁস মন্তব্যের পর পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে ডিভিলিয়ার্স

বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর এখন অস্বীকার করেছেন ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘পরিবার সবার আগে। পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই হবে। আমি ইউটিউব শোয়েও সেটাই বলেছি। আমি মারাত্মক ভুল করে ফেলেছি। আমি ভুল তথ্য দিয়েছি। ঠিক কী হচ্ছে সেটা কেউই জানে না। আমি শুধু বিরাটকে শুভেচ্ছা জানাতে পারি। সারা বিশ্ব বিরাটকে অনুসরণ করে এবং ওর ক্রিকেট উপভোগ করে। সেই কারণে সবারই ওকে শুভেচ্ছা জানানো উচিত। ও যে কারণেই বিরতি নিয়ে থাকুক না কেন, আশা করি ও তরতাজা হয়েই ফিরবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চুরি, খোয়া গেল মোবাইল ফোন

IPL 2024: মার্ক উডের পরিবর্তে লখনউ সুপার জায়ান্টসে ক্যারিবিয়ান তারকা শামার জোশেফ

YouTube video player