Ranji Trophy: হাতে ৮ উইকেট, কেরালার বিরুদ্ধে জয় পেতে শেষ দিন বাংলার দরকার ৩৭২ রান

Published : Feb 11, 2024, 06:18 PM ISTUpdated : Feb 11, 2024, 06:41 PM IST
Abhimanyu Easwaran

সংক্ষিপ্ত

রঞ্জি ট্রফিতে বাংলা-কেরালা ম্যাচে বিতর্ক তৈরি হয়েছে। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফির ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

রঞ্জি ট্রফি ম্যাচে কেরালার বিরুদ্ধে সরাসরি জয় পেতে হলে শেষ দিন ৩৭২ রান করতে হবে বাংলাকে। এই রান করা অসম্ভব নয়। বাংলা দলের হাতে ৮ উইকেট রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বাংলার পক্ষে বেশ কঠিন। প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারেনি বাংলা। ম্যাচের চতুর্থ দিন রান করা আরও কঠিন হয়ে যেতে পারে। অভিমন্যু ঈশ্বরণ অপরাজিত থাকলেও, মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদারদের সাহায্য করতে হবে। বাংলার মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা যদি অসাধারণ পারফরম্যান্স দেখান, তাহলে ম্যাচ জয় বা ড্রয়ের আশা তৈরি হতে পারে।

ফের ব্যর্থ সুদীপ কুমার ঘরামি

এবারের রঞ্জি ট্রফিতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না বাংলার অভিজ্ঞ ব্যাটার সুদীপ কুমার ঘরামি। কেরালার বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে আউট হয়ে গেলেন সুদীপ। ওপেনার রণজ্যোত সিং কৈরা মাত্র ২ রান করেই আউট হয়ে যান। দিনের শেষে ৩৩ রান করে অপরাজিত অভিমন্যু। বাংলা ২ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে।

প্রথম ইনিংসে বাংলার বোলিং-ব্যাটিং ব্যর্থতা

এই ম্যাচের প্রথম ইনিংসে সচিন বেবির শতরানের সুবাদে ৩৬৩ রান করে কেরালা। জবাবে ১৮০ রানেই অলআউট হয়ে যায় বাংলা। সর্বাধিক ৭২ রান করেন অভিমন্যু। লোয়ার অর্ডারে ৩৫ রান করেন করণ লাল। বাংলার মিডল অর্ডার ব্যর্থ হয়। কেরালার হয়ে অসামান্য বোলিং করেন জলজ সাক্সেনা। ৬৮ রান দিয়ে ৯ উইকেট নেন এই অফস্পিনার। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় কেরালা। ৫১ রান করেন সচিন। কেরালার ওপেনার রোহন কুন্নুম্মালও করেন ৫১ রান। জলজ করেন ৩৭ রান। অক্ষয় চন্দ্রন করেন ৩৬ রান। ৫০ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস গোপাল। বাংলার হয়ে ৮০ রান দিয়ে ৩ উইকেট নেন শাহবাজ আহমেদ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: হাঁটুর চোট, বাকি ৩ টেস্ট ম্যাচে নেই ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ

AB de Villiers: 'ভুল করেছি, কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি,' বার্তা এবি ডিভিলিয়ার্সের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত