'আমি কি হরমনপ্রীত?' নিজে ফেঁসে গিয়ে ভারতের বিশ্বকাপজয়ী তারকাকে টেনে আনলেন বাংলাদেশের অধিনায়ক

Published : Nov 18, 2025, 02:21 PM ISTUpdated : Nov 18, 2025, 02:35 PM IST
Harmanpreet Kaur

সংক্ষিপ্ত

Jahanara Alam: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) কর্তা, নির্বাচক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (Nigar Sultana Joty) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন জাহানারা আলম। তাঁর অভিযোগে বাংলাদেশের ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছে।

DID YOU KNOW ?
বাংলাদেশ ক্রিকেট তোলপাড়
জাহানারা আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে।

Nigar Sultana Joty: বাংলাদেশে (Bangladesh) যে কোনও ঘটনাতেই ভারত-বিরোধিতা সাধারণ ঘটনা। এবার নিজেকে বাঁচাতে সেই ভারত-বিরোধিতাই বেছে নিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাঁর বিরুদ্ধে জুনিয়র ক্রিকেটারদের মারধর করার অভিযোগ এনেছেন বাংলাদেশের প্রাক্তন পেসার জাহানারা আলম (Jahanara Alam)। তাঁর সেই অভিযোগে জেরবার হয়ে গিয়ে এবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউরকে (Harmanpreet Kaur) আক্রমণ করলেন নিগার। তিনি বলেছেন, ‘আমি কেন কাউকে মারব? আমি কেন ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করব? আমি কি হরমনপ্রীত যে স্টাম্পে আঘাত করে বেড়াব? আমি কেন এসব করব? আমি যদি নিজে রান না করতে পারি, তাহলে স্টাম্প, ব্যাট বা হেলমেটে আঘাত করতে পারি। আমি কেন অন্য কারও উপর রাগ প্রকাশ করব?’

হরমনপ্রীতকে কেন টেনে আনলেন নিগার?

২০২৩ সালে ভারতের মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফর চলাকালীন এক ম্যাচে এলবিডব্লু-র সিদ্ধান্ত মানতে পারেননি হরমনপ্রীত। তিনি ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠ ছাড়ার আগে আম্পায়ার ও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হরমনপ্রীত। ভারতীয় দল সিরিজ জেতার পর ফের এলবিডব্লু-র সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার ও বাংলাদেশের ক্রিকেটারদের কটাক্ষ করেন ভারতের অধিনায়ক। এর জেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নিজেকে বাঁচাতে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন নিগার। তাঁর আশা, ভারত-বিরোধিতার আশ্রয় নিলে জাহানারার অভিযোগ নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে আর কেউ আলোচনা করবে না।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলে একনায়কতন্ত্র!

নিগারের বিরুদ্ধে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ এনেছেন জাহানারা। তাঁর অভিযোগ খারিজ করে দিয়ে নিগার পাল্টা দাবি করেছেন, ‘আমি জাতীয় দলের ড্রেসিংরুমে একনায়ক নই। আমি জানি না লোকজন কেন এসব বলছে। আমি দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করছি। সবাই আমাকে পছন্দ করবে, সেই আশা করি না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মহিলাদের ওডিআই বিশ্বকাপে ৭ নম্বরে বাংলাদেশ।
এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে ৭ নম্বরে থাকে বাংলাদেশ। তারা ৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট পায়।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত