2025 ICC Women's Cricket World Cup: বৃহস্পতিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia Women vs India Women) হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।
KNOW
Jemimah Rodrigues: টার্গেট ৩৩৯। যখন ব্যাটিং করতে যান, তখন দল ১.৩ ওভারে ১৩ রানে প্রথম উইকেট খুইয়ে বসেছে। সারা দেশ ধরেই নিয়েছে, মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) ভারতীয় দলের হার সময়ের অপেক্ষা। কিন্তু ২৫ বছরের মেয়েটির ভাবনা ছিল সম্পূর্ণ অন্যরকম। তিনি দলকে ফাইনালে তুলেই ২২ গজ ছাড়বেন বলে পণ করেছিলেন। সেই প্রতিজ্ঞা রক্ষা করার পর কান্নায় ভেঙে পড়লেন জেমাইমা রডরিগেজ। মহিলাদের ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতের পুরুষদের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছিলেন, ‘ওর (জেমাইমা) কাছ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। বড় ম্যাচে, চাপের ম্যাচে ও ভালো পারফরম্যান্স দেখায়। আমরা সবাই এটা শিখতে চাই এবং করে দেখাতে চাই। জেমির সবচেয়ে ভালো ব্যাপার হল, ও ছোটা প্যাকেট, বড়া ধামাকা। ও যেটা করে যাচ্ছে, সেটাই করে যেতে হবে। ওর খেলা সত্যিই উপভোগ করি।’ সূর্যকুমারের এই প্রশংসার যোগ্য মর্যাদা দিলেন জেমাইমা।
অপরাজিত শতরান জেমাইমার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩৪ বল খেলে ১২৭ রান করে অপরাজিত থেকে ভারতীয় দলকে জেতান জেমাইমা। তিনি ১৪টি বাউন্ডারি মারেন। পরপর পার্টনারশিপ গড়ে তুলে দলকে ফাইনালে তোলেন জেমাইমা। তাঁর সঙ্গে সবচেয়ে বড় পার্টনারশিপ গড়েন অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। এই জুটিতে যোগ হয় ১৬৭ রান। ভারতীয় দল জেতার পর ২২ গজে যখন জেমাইমা সতীর্থদের আলিঙ্গনে বন্দি হয়ে আবেগে কাঁদছেন, তখন মাঠের বাইরে হরমনপ্রীতও আনন্দে কেঁদে ফেললেন। তিনি সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা
বুধবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে (England Women vs South Africa Women) ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই। দুই দলই প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে নামছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


