আবারও বিপাকে বাংলাদেশ! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, বেকায়দায় শান্তরা

এর আগে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে রেকর্ড গড়ায় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

Subhankar Das | Published : Oct 30, 2024 2:29 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রানে শেষ করেছে। মাত্র ৬ রান নিয়ে মনিমুল হক এবং ৪ রান নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে রয়েছেন। শাদমান ইসলাম (০), মাহমুদুল হাসান জয় (১০), জাকির হাসান (২), হাসান মাহমুদ (৩) এর উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা দুটি উইকেট নিয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় সেনুরান মুথুসামি পিচের বিপজ্জনক জায়গায় দৌড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকাকে আম্পায়াররা ৫ রান জরিমানা করেছিলেন। রাবাদা কর্তৃক নিক্ষিপ্ত বাংলাদেশের ইনিংসের প্রথম বল ওয়াইড এবং বাউন্ডারি হওয়ায় ব্যাটসম্যান প্রথম বল খেলার আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে ১০ রান উঠেছিল।

Latest Videos

এর আগে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করে রেকর্ড গড়ায় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে। গতকাল সেঞ্চুরি করা টনি ডি জোরজি (১৭৭) এবং ট্রিস্টান স্টাবস (১০৬) ছাড়াও আজ ভিয়ান মুল্ডার (১০৫*) দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন। বেডিংহ্যাম (৫৯), সেনুরান মুথুসামি (৬৮) ও দক্ষিণ আফ্রিকার হয়ে ভালো খেলেন। ১৯৪৮ সালের পর কোনো টেস্টে তিনজন ব্যাটসম্যান প্রথম সেঞ্চুরি করেন এটিই প্রথম।

উল্লেখ্য, গত ১৯৪৮ সালে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওয়ালকট, গোসাম, ক্রিস্টিয়ানি প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এশিয়ায় তিনজন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কোনো টেস্টে সেঞ্চুরি করেন এটিই প্রথম। ১৭টি ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা কোনো ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়ে। এশিয়ায় দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ টেস্ট স্কোর এটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

একসঙ্গে স্টেজ মাতালেন বিদ্যা-মাধুরী! Madhuri-র সঙ্গে স্টেজ শেয়ার করে আপ্লুত Vidya, দেখুন
জগদ্ধাত্রী পুজোয় নতুনত্বের ছোঁয়া! Chandannagar-এ ‘মাটির মায়া’ থিমে নজর কাড়বে সবার | Chandannagar
"আমার স্বপ্ন সত্যি হলো" Madhuri-র সঙ্গে নাচ করে আপ্লুত Vidya Balan #vidyabalan #shorts
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা