IPL: কে এল রাহুল কি ফিরছেন পুরনো ঠিকানায়? বেঙ্গালুরুর দরকার উইকেটরক্ষক জোরালো হচ্ছে সম্ভাবনা

দীনেশ কার্তিক অবসর নেওয়ার পর নয়া উইকেটরক্ষকের খোঁজে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। 

Subhankar Das | Published : Oct 30, 2024 11:25 AM IST / Updated: Oct 30 2024, 04:56 PM IST

দীনেশ কার্তিক অবসর নেওয়ার পর নয়া উইকেটরক্ষকের খোঁজে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। এবার তাদের নজর লোকেশ রাহুলের (KL Rahul) দিকে।

শোনা যাচ্ছে, আইপিএল মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেবে তাঁকে। আর তাই রাহুলের দিকে নজর রয়েছে বেঙ্গালুরুর। তবে নিলামের আগে তাঁকে নেওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয় যদিও।

Latest Videos

বৃহস্পতিবার, আইপিএলের সব দলকে জানিয়ে দিতে হবে কোন কোন ক্রিকেটারকে নিলামের আগে তারা ধরে রাখবে। লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু তাঁকে নিয়ে একদমই খুশি নয় দল। মেন্টর জাহির খান দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনিও রাহুলকে দলে রাখার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না বলেই শোনা যাচ্ছে। ঠিক এমন অবস্থায় দাঁড়িয়ে, রাহুলকে ছেড়ে দিলে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বেঙ্গালুরু।

কারণ, কার্তিক অবসর নেওয়ার পর তাদের একজন উইকেটরক্ষকের প্রয়োজন রয়েছে। রাহুলের আইপিএল অভিষেক হয়েছিল বেঙ্গালুরুর হয়ে। ফলে, সেই দলেই আবার ফিরতে পারেন তিনি। এদিকে রাহুলের বেঙ্গালুরুতে ফেরার জল্পনা অনেকটাই উস্কে দিয়েছে একটি ভিডিও পোস্ট। সেখানে রাহুলকে দেখা যাচ্ছে যে, ওই ভিডিওটিতে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আরসিবি-র নন।

হঠাৎ এমন একটি পোস্টের পরেই রাহুলের বেঙ্গালুরু দলে ফেরার জল্পনা অনেকটাই বেড়ে গেছে।

যদিও নিলামের আগে তাঁকে নেওয়া যাবে কি না, তা নিয়েও অনেকটাই সন্দেহ রয়েছে। তবে নিলামে রাহুলকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বেঙ্গালুরু। রাহুল দলে এলে একইসঙ্গে উইকেটরক্ষকের সঙ্গে একজন ওপেনারকেও পাবে দল।

সম্ভবত ফ্যাফ ডু’প্লেসির জায়গা নিতে পারেন তিনি। সেইসঙ্গে, দলকে নেতৃত্বও দিতে পারেন। তবে সূত্রের খবর, বিরাট কোহলি আবার অধিনায়ক হিসেবে ফিরতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জগদ্ধাত্রী পুজোয় নতুনত্বের ছোঁয়া! Chandannagar-এ ‘মাটির মায়া’ থিমে নজর কাড়বে সবার | Chandannagar
পঞ্চমবার বিয়ে করতে এসে দৌড়ে পালাল গুণধর বর! কেন! দেখুন | Murshidabad News
'ভুয়ো! রাজ্যের বাইরে চলেনা, অবিলম্বে আয়ুষ্মান ভারত যোজনা চালু করুন মমতা' | Suvendu Adhikari | BJP
'স্বাস্থ্যসাথী কার্ড একটা ভুয়ো কার্ড!’ Suvendu-র ফোঁস Mamata-কে! দেখুন কী বললেন | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja