Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

Published : Jan 24, 2026, 02:02 PM ISTUpdated : Jan 24, 2026, 02:42 PM IST
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

সংক্ষিপ্ত

Bangladesh Cricket: খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তার বিরুদ্ধে উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ। ইতিমধ্যেই সেই বিষয়ে বিসিবি তদন্ত শুরু করেছে।

Bangladesh Cricket: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলতে আসা নিয়ে চলছে চূড়ান্ত নাটক (bangladesh cricket match fixing)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ভারতে খেলতে আসবে না বলে দাবি তুলেছে, ঠিক তখনই নয়া বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে সেই দেশের ক্রিকেট মহলে (bangladesh match fixing cricket allegations)। 

খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তার বিরুদ্ধে উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ। ইতিমধ্যেই সেই বিষয়ে বিসিবি তদন্ত শুরু করেছে। বিসিবি-র ইনটিগ্রিটি ইউনিট বোর্ডের ডিরেক্টর মহম্মদ মোকলেসুরের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে? 

মহম্মদ মোকলেসুরের বিরুদ্ধে অভিযোগ, সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি গড়াপেটার সঙ্গে যুক্ত রয়েছেন।একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে সেই কথা তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে, রিয়াসাত আজিম নামে এক ইউটিউবার আছেন সেই দেশে। তিনি তাঁর চ্যানেলে একটি ফোন কলের বেশ কিছু কথোপকথন আপলোড করেছেন। এবার সেই কথোপকথন মোকলেসুর এবং বিপিএল-এর দল নোয়াখালি এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে হয়েছে। 

সেখানে শোনা যাচ্ছে, ম্যাচগুলি ঠিক কীভাবে খেলা হবে! সেই বিষয়ে মোকলেসুরকে নির্দেশ দিচ্ছেন তৌহিদ। অর্থাৎ, ম্যাচ ফিক্সিং সংক্রান্ত গুরুতর অভিযোগ এবং এভিডেন্স। ফলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সততা এবং স্বচ্ছতা রীতিমতো প্রশ্নের মুখে। 

বিতর্কে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা

এই প্রসঙ্গে বিসিবির এক কর্তা জানিয়েছেন, ‘‘বিসিবির ইনটিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করে দিয়েছেন। তার মধ্যেই মোকলেসুর বিসিবির অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন।’’  

কিন্তু টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝে এ যেন নয়া ইস্যু। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তার বিরুদ্ধে উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ। ইতিমধ্যেই সেই বিষয়ে বিসিবি তদন্ত শুরু করেছে। বিসিবি-র ইনটিগ্রিটি ইউনিট বোর্ডের ডিরেক্টর মহম্মদ মোকলেসুরের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?
IPL 2026: আসন্ন আইপিএল-এর আগে ইতিহাস কী বলছে? রানের নিরিখে কিং কোহলির পরেই বাকিরা