ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই হুঙ্কার দিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত, বললেন 'রোহিতদের হারাব'

বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শান্ত যেন আরও অশান্ত। পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত।

বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শান্ত যেন আরও অশান্ত। পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত।

পাকিস্তানের মাটিতে কার্যত, নজির গড়েছে বাংলাদেশ। প্রথমবারের জন্য টেস্ট সিরিজ় জিতেছে তারা। পাকিস্তানের ঘরের মাঠে গিয়ে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। আর এবার নাজমুল হোসেন শান্তদের (Najmul Hossain Shanto) লক্ষ্য ভারতে এসে সিরিজ় জেতা। এবার তারই প্রস্তুতি শুরু করে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।

Latest Videos

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর পরে শান্ত জানান, “আমাদের জন্য পরের সিরিজ় খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোর ফলে, গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। মুশফিকুর এবং শাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আমাদের দলে রয়েছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। মেহেদি যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিচ্ছে, তা ওকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ভারতের বিরুদ্ধে এই খেলাটাই আমরা খেলতে চাই। আশা করছি যে, রোহিতদেরও হারাব।”

তাঁর কথায়, “সকলে নিজেদের সেরাটা দিয়েছে। নিজের কাজ করেছে। বোলাররা লম্বা স্পেল করেছে। ওপেনারেরা নিজের কাজ সঠিকভাবে করেছে। শাকিব, মুশফিকুরদের কথা আর কী বলব? যে চারজন খেলতে পারেনি তারাও বাইরে থেকে দলকে সমর্থন করে গেছে অনবরত। এটাই এই দলের মূল শক্তি। সবাই সবার জন্য খেলে।”

উল্লেখ্য, বাংলাদেশ এখনও পর্যন্ত ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি। সেই তালিকায় পাকিস্তানও ছিল। কিন্তু এই সিরিজ়ে সেই পরিসংখ্যানও বদলে গেছে। শুধু হারানো নয়, শেষ সিরিজ়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। সেইজন্যই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে শান্তদের। ভারতের বিরুদ্ধে তা আরও কাজে লাগাতে চান তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নামবে বাংলাদেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari