ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই হুঙ্কার দিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত, বললেন 'রোহিতদের হারাব'

Published : Sep 04, 2024, 03:02 AM IST
Najmul Hossain Shanto

সংক্ষিপ্ত

বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শান্ত যেন আরও অশান্ত। পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত।

বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শান্ত যেন আরও অশান্ত। পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত।

পাকিস্তানের মাটিতে কার্যত, নজির গড়েছে বাংলাদেশ। প্রথমবারের জন্য টেস্ট সিরিজ় জিতেছে তারা। পাকিস্তানের ঘরের মাঠে গিয়ে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। আর এবার নাজমুল হোসেন শান্তদের (Najmul Hossain Shanto) লক্ষ্য ভারতে এসে সিরিজ় জেতা। এবার তারই প্রস্তুতি শুরু করে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর পরে শান্ত জানান, “আমাদের জন্য পরের সিরিজ় খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোর ফলে, গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। মুশফিকুর এবং শাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আমাদের দলে রয়েছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। মেহেদি যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিচ্ছে, তা ওকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ভারতের বিরুদ্ধে এই খেলাটাই আমরা খেলতে চাই। আশা করছি যে, রোহিতদেরও হারাব।”

তাঁর কথায়, “সকলে নিজেদের সেরাটা দিয়েছে। নিজের কাজ করেছে। বোলাররা লম্বা স্পেল করেছে। ওপেনারেরা নিজের কাজ সঠিকভাবে করেছে। শাকিব, মুশফিকুরদের কথা আর কী বলব? যে চারজন খেলতে পারেনি তারাও বাইরে থেকে দলকে সমর্থন করে গেছে অনবরত। এটাই এই দলের মূল শক্তি। সবাই সবার জন্য খেলে।”

উল্লেখ্য, বাংলাদেশ এখনও পর্যন্ত ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি। সেই তালিকায় পাকিস্তানও ছিল। কিন্তু এই সিরিজ়ে সেই পরিসংখ্যানও বদলে গেছে। শুধু হারানো নয়, শেষ সিরিজ়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। সেইজন্যই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে শান্তদের। ভারতের বিরুদ্ধে তা আরও কাজে লাগাতে চান তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে নামবে বাংলাদেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত