এবার টি-২০ এবং একদিনের ক্রিকেট দলের জন্যও ইংল্যান্ডের কোচ ম্যাকালাম, কী বলছেন তিনি?

Published : Sep 04, 2024, 02:11 AM IST
Brendon Mccullum

সংক্ষিপ্ত

ব্রেন্ডন ম্যাকালামের (Brendon Mccullum) মুকুটে আরও একটি পালক। লাল বলের পাশাপাশি এবার সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের (England) কোচ হলেন তিনি।

ব্রেন্ডন ম্যাকালামের (Brendon Mccullum) মুকুটে আরও একটি পালক। লাল বলের পাশাপাশি এবার সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের (England) কোচ হলেন তিনি।

ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে নতুন চুক্তি সই করেছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আর এই নতুন চু্ক্তি অনুযায়ী, আগামী ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্বে থাকবেন ম্যাকালাম।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন ম্যাকালাম। বেন স্টোকসদের কার্যত, আগ্রাসী মেজাজে টেস্ট খেলাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে ম্যাচের শুরু থেকেই একেবারে কোণঠাসা করে দেওয়াই লক্ষ্য কোচ ম্যাকালামের। সাদা বলের ক্রিকেটে দলকে সাফল্যের রাস্তায় ফেরানোর জন্য এবার তাঁকেই দায়িত্ব দিল ইসিবি।

যদিও ম্যাকালাম দায়িত্ব নেবেন আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে। নতুন দায়িত্ব পাওয়ার পর ম্যাকালাম জানিয়েছেন, “টেস্ট দলের সঙ্গে গত কয়েকমাস ধরে ক্রিকেটটা বেশ উপভোগ করছি। এবার সাদা বলের ক্রিকেটের দায়িত্বও সামলাতে হবে আমাকে। নতুন দায়িত্ব পেয়ে দারুণ উত্তেজিত লাগছে। নতুন চ্যালেঞ্জ সামলানোর জন্য আমি প্রস্তুত। এইমুহূর্তে জস বাটলারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। সাদা বলের দলটাও দারুণ।”

প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে এতদিন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন ম্যাথু মট। তবে গত একদিনের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর মটকে নিয়ে একদমই খুশি ছিলেন না ইসিবি কর্তারা। গত জুলাই মাসে তাঁকে বরখাস্তও করা হয়।

যদিও সাদা বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে মার্কাস ট্রেসকোথিককে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ় এবং আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে বাটলারদের দলের প্রশিক্ষক হিসেবে থাকবেন ট্রেসকোথিকই।

তবে পরবর্তীতে এক জন কোচের নিয়ন্ত্রণেই জাতীয় দলকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। তাই ম্যাকালামকেই বেছে নেওয়া হল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?