'পাকিস্তানকে হারিয়েছি, এবার ভারতকেও হারাব' টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশের

পাকিস্তানের মাটিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ (Bangladesh)। প্রথমবারের জন্য সেই দেশে টেস্ট সিরিজে জয়লাভ করেছে তারা।

Subhankar Das | Published : Sep 9, 2024 9:35 AM IST

পাকিস্তানের মাটিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ (Bangladesh)। প্রথমবারের জন্য সেই দেশে টেস্ট সিরিজে জয়লাভ করেছে তারা।

সবথেকে বড় বিষয় হল যে, শুধু একটি টেস্ট ম্যাচ নয়। পুরো সিরিজ়টিই পকেটে পুড়ে ফেলেছে বাংলাদেশ। আর এবার তাদের সামনে ভারত (India)। টিম ইন্ডিয়াকেও হারাতে চায় টাইগার্সরা।

Latest Videos

পাকিস্তানের মতোই ভারতকেও হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন শাকিব আল হাসানরা। ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামার আগে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের কথায়, “পাকিস্তানের তুলনায় ভারত অনেক অভিজ্ঞ এবং শক্তিশালী একটি দল। তাই যদি ওদের বিরুদ্ধে যদি ভালো খেলতে পারি, তাহলে গোটা বিশ্বের সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে।”

তাঁর মতে, “ভারতে যদি ভালো খেলতে পারি, তাহলে খুব ভালো লাগবে আমাদের। আমরা যথেষ্ট পরিশ্রম করছি। আশা করছি, ফলাফল আমাদের পক্ষেই যাবে।”

পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে যে অভিজ্ঞতা তাদের হয়েছে, সেই অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধেও কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। তিনি বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আমরা অনেক ভালো ক্রিকেট উপহার দিয়েছি। ফলে, দলের সকলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সেই আত্মবিশ্বাসকে আমাদের কাজে লাগাতে হবে। তাই এবার ভারতকেও হারানোর লক্ষ্যে আমরা খেলতে নামব।”

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামেন শরিফুল। শুধু তাই নয়, তাঁর ঝুলিতে ছিল ৩টি উইকেট। তার মধ্যে বাবর আজ়মের উইকেটটিও ছিল। পরের টেস্টে অবশ্য চোটের জন্য খেলতে পারেননি তিনি।

আর আসন্ন ভারতের বিরুদ্ধে সিরিজে দলে রয়েছেন শরিফুল। তাই এই দেশে ভালো খেলতে চান তিনি। উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজ় শুরু। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। এরপর কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। তারপরে তিনটি টি-২০ (T-20) ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতা কালীঘাটে! কি বললেন ডাক্তাররা, দেখুন | RG Kar Doctors Protest |
RG Kar Protest Live : কালীঘাটে ভেস্তে গেল মমতা-ডাক্তারদের সঙ্গে বৈঠক, দেখুন
'সবে দুজন গেল লম্বা হবে লাইন', সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারিতে মন্তব্য Sukanta Majumdar-এর
হাত জড়ো করে বার বার অনুরোধ ডাক্তারদের! 'পাত্তা'ই দিল না কেউ, দেখুন | RG Kar Protest | Kalighat |
'সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেফতার হতেই কী মিটিং বাতিল?' প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তাররা | RG Kar